নতুন কোচের অধীনে রিয়াল মাদ্রিদের শুরুটা হয়েছে অম্ল-মধুর। প্রথম ম্যাচের পরাজয়ের পর দ্বিতীয় ম্যাচে জয়ের সুখস্মৃতি নিয়ে চ্যাম্পিয়নস লিগে মাঠে নেমেছিল আলভারো আরবেলোয়ারের দল। সব ছাপিয়ে ইউরোপে সেরার মঞ্চে নিজেদের চেনা ছন্দে ফিরেছে ‘লস ব্লাঙ্কোস’রা। ফরাসি ক্লাব মোনাকোকে ৬-১ গোলে উড়িয়ে দিয়েছে রিয়াল মাদ্রিদ। সাবেক ক্লাবের বিপক্ষে জোড়া গোল করেছেন কিলিয়ান এমবাপ্পে। একবার করে জালের দেখা পেয়েছেন ভিনিসিয়ুস জুনিয়র, জুড বেলিংহাম ও ফ্রাঙ্কো মাস্তানতুয়োনো, অন্য গোলটি আত্মঘাতি। মোনাকোর হয়ে একমাত্র গোলদাতা জর্দান তেজে। এই জয়ে সরাসরি শেষ ষোলো নিশ্চিতের আরও কাছে পৌঁছে গেল রিয়াল মাদ্রিদ। ৭ ম্যাচে ৫ জয় ও ২ হারে ১৫ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের দুইয়ে প্রতিযোগিতার সর্বোচ্চ ১৫বারের চ্যাম্পিয়নরা।
রিয়ালের বড় জয়ের দিনে প্রিমিয়ার লিগের জায়ান্ট আর্সেনালও তুলে নিয়েছে টানা সাত জয়। এবারের আসরে রীতিমতো উড়ছে মিকেল আর্তেতার দল। শতভাগ জয়ের ধারা অক্ষুণ্ণ রাখার পথে তারা ৩-১ গোলে ধরাশায়ী করেছে ইন্টার মিলানকে। গানারদের হয়ে জোড়া গোল করেন গ্যাব্রিয়েল জেসুস। অন্য গোলটি আসে বদলি নামা ভিক্টর গিওকেরেসের নৈপুণ্যে। ইন্টারের হয়ে একমাত্র গোলটি করেন পিতার সুসিচ। এই জয়ে ৭ ম্যাচে আর্সেনালের পয়েন্ট ২১। বিপরীতে ৪ জয় ও তিন হারে ১২ পয়েন্ট নিয়ে নয় নম্বরে ইন্টার মিলান।
রিয়াল ও আর্সেনালের দাপুটে জয়ের দিনে স্রেফ কাত হয়ে গেছে ম্যানচেস্টার সিটি। ‘পুঁচকে’ ক্লাবের কাছে নাস্তানাবুদ হয়েছে পেপ গার্সিওলার দল। তাদেরকে ৩-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগের চলতি মৌসুমে প্রথম জয় তুলে নিয়েছে বোদো। নরওয়ের ক্লাবটির অসাধারণ এই জয়ে জোড়া গোল করেছেন ড্যানিশ ফরোয়ার্ড কাস্ফার হগ, একটি গোল করেছেন নরওয়েজিয়ান ফরোয়ার্ড জেন্স পিটার হউগে। সিটির হয়ে একটি গোল শোধ করেছেন ফরাসি উইঙ্গার রায়ান চের্কি। এই হারে ৭ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে ৭ নম্বরে আছে সিটিজেনরা। তাতে শেষ ষোলোও কঠিন হয়ে গেল। লিগ পর্বের শেষ ম্যাচে গালাতাসারায়ের বিপক্ষে ফলের ওপর নির্ভর করছে সিটির প্লে অফ ভাগ্য।
এমন হারের পর কোচ গার্দিওলার ভাষ্য, ‘আজ আমাদের জন্য দারুণ একটি সুযোগ ছিল। কিন্তু সবকিছুই যেন আমাদের বিপক্ষে যাচ্ছে—ছোট ছোট অনেক বিষয়েই। এটা বাস্তবতা, আর আমাদের সেটি বদলানোর চেষ্টা করতে হবে। খেলোয়াড়রা মাঠে ছিল এবং আমরা চেষ্টা করেছি।’
ম্যানসিটির হারই শুধু চমক ছিল না। বর্তমান চ্যাম্পিয়ন পিএসজিও দেখেছে কঠিন এক রাত। প্রথম ফরাসি ক্লাব হিসেবে ইউরোপীয়ান প্রতিযোগিতায় ৩০০ ম্যাচ খেলার দারুণ মাইলফলকের রাতে তাদেরকে ২-১ গোলে হারিয়েছে স্পোর্টিং সিপি। জোড়া গোল করে সিপির জয়ের নায়ক কলম্বিয়ান ফরোয়ার্ড লুইজ সুয়ারেজ। ইউরোপিয়ান চ্যাম্পিয়নদের হয়ে একমাত্র গোলটি করেছেন খাভিচা কাভারাস্কেলিয়া। এই হারে সাত ম্যাচে চার জয় ও এক ড্রয়ে ১৩ পয়েন্ট নিয়ে পাঁচ নম্বরে আছে পিএসজি। সমান পয়েন্ট নিয়ে ছয়ে উঠে এসেছে সিপি।
প্রতিযোগিতার অন্য ম্যাচে বরুশিয়া ডর্টমুন্ডের বিপক্ষে ২-০ গোলে জিতেছে টটেনহ্যাম হটেম্পার। ১৪ মিনিটে ক্রিস্তিয়ান রোমেরোর গোলে এগিয়ে যাওয়ার পর ডমিনিচ সোলাঙ্কের গোলে ব্যবধান দ্বিগুণ করে ইংলিশ ক্লাবটি। ভিয়ারিয়ালের বিপক্ষে ২-১ গোলে জিতেছে আয়াক্স। কাজাখস্তানের ক্লাব কাইরত আলমাতিকে ৪-১ গোলে উড়িয়ে দিয়েছে বেলজিয়ামের ক্লাব ব্রুজ। ডেনমার্কের ক্লাব এফসি কোপেনহেগের বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে নাপোলি। বায়ান লেভারকুজেন ২-০ গোলে হেরেছে গ্রিসের ক্লাব অলিম্পয়াকোসের বিপক্ষে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

