অস্ট্রেলিয়ান ওপেনের তৃতীয় রাউন্ডে উঠেছেন কার্লোস আলকারাজ ও আরিয়ানা সাবালেঙ্কা। বিদায় নিয়েছেন ইউএস ওপেন চ্যাম্পিয়ন এমা রাদুকানু। দ্বিতীয় রাউন্ডে আজ মেলবোর্ন পার্কে রড লেভার অ্যারেনায় ইয়ানিক হানফম্যানের বিপক্ষে ৭-৪ (৭-৬) ৬-৩, ৬-২ ব্যবধানে জিতে তৃতীয় রাউন্ড নিশ্চিত করেন আলকারাজ।
ম্যাচ শেষে আলকারাজ বলেন,‘আমি জানতাম ও দারুণ খেলবে। শুরুতে আমি বলের ওপর নিয়ন্ত্রণ পাচ্ছিলাম না। তবে ম্যাচটি জিততে পেরে আমি খুশি।’
পুরুষ এককে দানিল মেদভেদেভ ৬-৭, ৬-৩, ৬-৪, ৬-২ ব্যবধানে কোয়ান্তিন হালিসকে হারান। এছাড়াও জিতেছেন আন্দ্রে রুবলেভ, জেভেরভ, বুবলিক, ডি মিনাউর।
নারী এককে বিশ্বের এক নম্বর তারকা আরিনা সাবালেঙ্কা চীনের বাই জুয়াক্সুয়ানের বিপক্ষে ৬-৩, ৬-১ ব্যবধানে জয় নিশ্চিত করেন। দিনের অন্য ম্যাচে ২০২১ সালের ইউএস ওপেন জয়ী ব্রিটিশ তারকা রাডুকানু অস্ট্রিয়ার আনাস্তাসিয়া পোতাপোভার কাছে সরাসরি ৭-৬, ৬-২ গেমে হেরে বিদায় নেন। অন্যদিকে, তৃতীয় বাছাই কোকো গফ ৬-২, ৬-২ গেমে ওলগা দানিলোভিচকে হারান।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

