আইনের ছাত্রদের সাথে সুপ্রিম কোর্টে মতবিনিময়

স্টাফ রিপোর্টার
প্রকাশ : ০২ আগস্ট ২০২৫, ১৭: ৫৭

সুপ্রিম কোর্টের অডিটোরিয়ামে আইন বিভাগের ছাত্রদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

শনিবারের অনুষ্ঠানে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ৪ জন করে শিক্ষার্থী অংশ গ্রহণ করে।

বিজ্ঞাপন

ইউরোপীয় ইউনিয়ন এবং বিএমজেড এর সহযোগিতায় কনফারেন্সটিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল ড. আজিজ আহমদ ভূঞা।

স্বাগত বক্তব্য প্রদান করেন হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার জনাব হাবিবুর রহমান সিদ্দিকী। কনফারেন্সটিতে সভাপতিত্ব করেন আপিল বিভাগের রেজিস্ট্রার মুহা. হাসানুজ্জামান। কনফারেন্সে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত জার্মান দূতাবাসের প্রতিনিধিবৃন্দ, বিজ্ঞ আইনজীবীবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ এবং সুপ্রিম কোর্ট রেজিস্ট্রির কর্মকর্তাবৃন্দ।

উল্লেখ্য, দ্বিতীয় পর্যায়ে আগামী সেপ্টেম্বর মাসে বাংলাদেশের আরো কিছু সংখ্যক বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থীদের নিয়ে এ ধরনের আরো একটি কনফারেন্স আয়োজন করা হবে।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত