স্টাফ রিপোর্টার
ঢাকার সাভারের বোট ক্লাবে হত্যাচেষ্টা ও যৌন হয়রানির মামলায় আজ আসামিপক্ষের আইনজীবীদের জেরার মুখোমুখি হবেন চিত্রনায়িকা পরীমনি।
আজ ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে-৯ আদালতে হাজির হন তিনি।
পরীমনির আইনজীবী নীলাঞ্জনা রিফাত সুরভী জানান, আজ পরীমনিকে জেরার দিন ধার্য রয়েছে। সকালে পরীমনি আদালতে হাজির হন। আদালত বেলা ২টায় শুনানি করতে সময় ঠিক করেছেন।
২০২১ সালের ৮ জুন পরীমনি সাভারের বিরুলিয়ায় তুরাগ তীরে বোট ক্লাবে হেনস্তার শিকার হওয়ার অভিযোগ তুলেন। এরপর বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমসহ সর্বত্র ব্যাপক সমালোচনা শুরু হয়।
এ নিয়ে ১৩ জুন রাতে পরীমনি শারীরিক নির্যাতনের শিকারসহ ধর্ষণ ও হত্যাচেষ্টার অভিযোগ করে বিচার চেয়ে ফেসবুক পোস্ট দেন। এ ঘটনায় প্রধানমন্ত্রীর কাছে বিচার চেয়ে লেখা ওই পোস্ট দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
পোস্ট দেয়ার পর গুলশানে নিজের বাড়িতে এ নিয়ে সংবাদ সম্মেলন করেন তিনি।
এরপর ধর্ষণচেষ্টা, হত্যাচেষ্টা ও মারধরের অভিযোগে সাভার মডেল থানায় মামলা করেন পরীমনি।
মামলার পর রাজধানীর উত্তরার একটি বাসা থেকে ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদ ও তার বন্ধু তুহিন সিদ্দিকী অমিকে গ্রেপ্তার করে মহানগর গোয়েন্দা পুলিশ।
তদন্ত শেষে সাভার মডেল থানার পরিদর্শক (তদন্ত) কামাল হোসেন ৭ সেপ্টেম্বর তিনজনকে আসামি করে আদালতে অভিযোগপত্র দেয়।
এতে অভিযুক্ত করা হয় ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদ, তুহিন সিদ্দিকী অমি ও শহীদুল আলমকে। পরে ২০২২ বছরের ১৮ মে অভিযোগ গঠনের মধ্য দিয়ে আসামিদের বিচার শুরুর আদেশ দেয় আদালত।
ওই বছরের ২৯ নভেম্বর পরীমনির আংশিক জবানবন্দি গ্রহণের মাধ্যমে সাক্ষ্যগ্রহণ প্রক্রিয়া শুরু হয়। এরপর গত বছরের ২২ সেপ্টেম্বর তার সাক্ষ্যগ্রহণ শেষ হয়।
এদিকে ২০২২ সালের ৬ জুলাই পরীমনিসহ তিনজনের বিরুদ্ধে পাল্টা মামলা করেন ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদ। ওই মামলায় চলতি বছরের ২৬ জানুয়ারি পরীমনির বিরুদ্ধে বিচার শুরুর আদেশ দেয় ঢাকার অপর একটি আদালত।
ঢাকার সাভারের বোট ক্লাবে হত্যাচেষ্টা ও যৌন হয়রানির মামলায় আজ আসামিপক্ষের আইনজীবীদের জেরার মুখোমুখি হবেন চিত্রনায়িকা পরীমনি।
আজ ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে-৯ আদালতে হাজির হন তিনি।
পরীমনির আইনজীবী নীলাঞ্জনা রিফাত সুরভী জানান, আজ পরীমনিকে জেরার দিন ধার্য রয়েছে। সকালে পরীমনি আদালতে হাজির হন। আদালত বেলা ২টায় শুনানি করতে সময় ঠিক করেছেন।
২০২১ সালের ৮ জুন পরীমনি সাভারের বিরুলিয়ায় তুরাগ তীরে বোট ক্লাবে হেনস্তার শিকার হওয়ার অভিযোগ তুলেন। এরপর বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমসহ সর্বত্র ব্যাপক সমালোচনা শুরু হয়।
এ নিয়ে ১৩ জুন রাতে পরীমনি শারীরিক নির্যাতনের শিকারসহ ধর্ষণ ও হত্যাচেষ্টার অভিযোগ করে বিচার চেয়ে ফেসবুক পোস্ট দেন। এ ঘটনায় প্রধানমন্ত্রীর কাছে বিচার চেয়ে লেখা ওই পোস্ট দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
পোস্ট দেয়ার পর গুলশানে নিজের বাড়িতে এ নিয়ে সংবাদ সম্মেলন করেন তিনি।
এরপর ধর্ষণচেষ্টা, হত্যাচেষ্টা ও মারধরের অভিযোগে সাভার মডেল থানায় মামলা করেন পরীমনি।
মামলার পর রাজধানীর উত্তরার একটি বাসা থেকে ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদ ও তার বন্ধু তুহিন সিদ্দিকী অমিকে গ্রেপ্তার করে মহানগর গোয়েন্দা পুলিশ।
তদন্ত শেষে সাভার মডেল থানার পরিদর্শক (তদন্ত) কামাল হোসেন ৭ সেপ্টেম্বর তিনজনকে আসামি করে আদালতে অভিযোগপত্র দেয়।
এতে অভিযুক্ত করা হয় ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদ, তুহিন সিদ্দিকী অমি ও শহীদুল আলমকে। পরে ২০২২ বছরের ১৮ মে অভিযোগ গঠনের মধ্য দিয়ে আসামিদের বিচার শুরুর আদেশ দেয় আদালত।
ওই বছরের ২৯ নভেম্বর পরীমনির আংশিক জবানবন্দি গ্রহণের মাধ্যমে সাক্ষ্যগ্রহণ প্রক্রিয়া শুরু হয়। এরপর গত বছরের ২২ সেপ্টেম্বর তার সাক্ষ্যগ্রহণ শেষ হয়।
এদিকে ২০২২ সালের ৬ জুলাই পরীমনিসহ তিনজনের বিরুদ্ধে পাল্টা মামলা করেন ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদ। ওই মামলায় চলতি বছরের ২৬ জানুয়ারি পরীমনির বিরুদ্ধে বিচার শুরুর আদেশ দেয় ঢাকার অপর একটি আদালত।
জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলার আসামি পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন নিজের অপরাধ গোপন করে অন্যের ঘাড়ে বন্দুক রেখে বাঁচার জন্য অ্যাপ্রুভার হয়েছেন।
৪১ মিনিট আগেআবেদনে বলা হয়, সেলিম প্রধান দেশের মানুষের নিরাপত্তা বিঘ্ন ঘটানো ও বিশৃঙ্খলা সৃষ্টি প্রয়াসে একটি নিষিদ্ধ ঘোষিত সংগঠনের অর্থযোগানদাতা, পরামর্শদাতা ও নির্দেশদাতা হিসেবে সক্রিয়ভাবে দেশবিরোধী প্রচারণায় অংশগ্রহণ করে। সে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সক্রিয় সদস্য বলে প্রাথমিক তদন্তে জানা গেছে।
২ ঘণ্টা আগেসরকার উৎখাতের ষড়যন্ত্রে মামলায় গ্রেপ্তার বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিক এনায়েত করিম চৌধুরীর তৃতীয় দফায় পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
২ ঘণ্টা আগেদীর্ঘ বছর গুমের শিকার ব্যারিস্টার মীর আহমেদ বিন কাশেম আরমান বলেছেন, সেনানিবাসের ভেতরে যে সাবজেল রয়েছে সেখানে জেল কোড ফলো হচ্ছে কিনা, যাদের রাখা হয়েছে তারা কি কোনোভাবে সার্ভিং সেনা সদস্যের সঙ্গে যোগাযোগ করছে কিনা, এটি নিশ্চিত করা খুবই জরুরি।
৩ ঘণ্টা আগে