আদালতে পরীমনি, দুপুর দুইটায় আসামিপক্ষের জেরা

স্টাফ রিপোর্টার
প্রকাশ : ২৬ মে ২০২৫, ১৩: ৩৩
আপডেট : ২৬ মে ২০২৫, ১৩: ৩৬
পরীমনি

ঢাকার সাভারের বোট ক্লাবে হত্যাচেষ্টা ও যৌন হয়রানির মামলায় আজ আসামিপক্ষের আইনজীবীদের জেরার মুখোমুখি হবেন চিত্রনায়িকা পরীমনি।

বিজ্ঞাপন

আজ ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে-৯ আদালতে হাজির হন তিনি।

পরীমনির আইনজীবী নীলাঞ্জনা রিফাত সুরভী জানান, আজ পরীমনিকে জেরার দিন ধার্য রয়েছে। সকালে পরীমনি আদালতে হাজির হন। আদালত বেলা ২টায় শুনানি করতে সময় ঠিক করেছেন।

২০২১ সালের ৮ জুন পরীমনি সাভারের বিরুলিয়ায় তুরাগ তীরে বোট ক্লাবে হেনস্তার শিকার হওয়ার অভিযোগ তুলেন। এরপর বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমসহ সর্বত্র ব্যাপক সমালোচনা শুরু হয়।

এ নিয়ে ১৩ জুন রাতে পরীমনি শারীরিক নির্যাতনের শিকারসহ ধর্ষণ ও হত্যাচেষ্টার অভিযোগ করে বিচার চেয়ে ফেসবুক পোস্ট দেন। এ ঘটনায় প্রধানমন্ত্রীর কাছে বিচার চেয়ে লেখা ওই পোস্ট দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

পোস্ট দেয়ার পর গুলশানে নিজের বাড়িতে এ নিয়ে সংবাদ সম্মেলন করেন তিনি।

এরপর ধর্ষণচেষ্টা, হত্যাচেষ্টা ও মারধরের অভিযোগে সাভার মডেল থানায় মামলা করেন পরীমনি।

মামলার পর রাজধানীর উত্তরার একটি বাসা থেকে ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদ ও তার বন্ধু তুহিন সিদ্দিকী অমিকে গ্রেপ্তার করে মহানগর গোয়েন্দা পুলিশ।

তদন্ত শেষে সাভার মডেল থানার পরিদর্শক (তদন্ত) কামাল হোসেন ৭ সেপ্টেম্বর তিনজনকে আসামি করে আদালতে অভিযোগপত্র দেয়।

এতে অভিযুক্ত করা হয় ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদ, তুহিন সিদ্দিকী অমি ও শহীদুল আলমকে। পরে ২০২২ বছরের ১৮ মে অভিযোগ গঠনের মধ্য দিয়ে আসামিদের বিচার শুরুর আদেশ দেয় আদালত।

ওই বছরের ২৯ নভেম্বর পরীমনির আংশিক জবানবন্দি গ্রহণের মাধ্যমে সাক্ষ্যগ্রহণ প্রক্রিয়া শুরু হয়। এরপর গত বছরের ২২ সেপ্টেম্বর তার সাক্ষ্যগ্রহণ শেষ হয়।

এদিকে ২০২২ সালের ৬ জুলাই পরীমনিসহ তিনজনের বিরুদ্ধে পাল্টা মামলা করেন ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদ। ওই মামলায় চলতি বছরের ২৬ জানুয়ারি পরীমনির বিরুদ্ধে বিচার শুরুর আদেশ দেয় ঢাকার অপর একটি আদালত।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত