আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

কারাগারের ভেতরই ভালো আছি: শাজাহান খান

স্টাফ রিপোর্টার
কারাগারের ভেতরই ভালো আছি: শাজাহান খান
ফাইল ছবি

আওয়ামী লীগ সরকার পতনে পর গ্রেপ্তার হওয়া সাবেক নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান বলেছেন, বাইরের চেয়ে কারাগারের ভেতরই ভালো আছি। দেশের অবস্থা কি হবে ভবিষ্যৎ-ই বলে দেবে।

বিজ্ঞাপন

বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মিনহাজুর রহমানের আদালতে বিভিন্ন মন্ত্রী এমপির সঙ্গে রিমান্ড ও জামিন শুনানির জন্য শাজাহান খানকেও হাজির করা হয়। শুনানির সময় শাজাহান খান কাঠগড়ার সামনে দাঁড়ান। মনোযোগ দিয়ে শোনেন শুনানি। এসময় কাঠগড়ায় অনেকের সঙ্গে কথাও বলেন তিনি। শুনানি শেষে যাত্রাবাড়ী থানার তিন মামলায় নতুন করে তাকে গ্রেপ্তার দেখানো হয়।

শুনানি শেষে তাকে হাতে হাতকড়া, বুকে বুলেটপ্রুফ জ্যাকেট, মাথায় হেলমেট পরিয়ে হাজত খানায় নেয়া হচ্ছিল। এসময় শাজাহান খানকে হাসি খুশি মুখে যেতে দেখা যায়। নিয়ে যাবার সময় তাকে সাংবাদিকরা প্রশ্ন করেন কারাগারে কেমন কাটালেন নববর্ষ।

জবাবে শাজাহান খান হেসে বলেন, আমাদের কথা আর কতো শুনবে। তোমরা কিছু বলো। নববর্ষ যে হইছে এটাই তো..। এর আগে আদালতে উঠানোর সময় শাজাহান খান বলেন, বাইরের চেয়ে কারাগরে ভিতরেই ভালো আছি। দেশের অবস্থা কি হবে ভবিষ্যৎ-ই বলে দেবে।

গত বছরের ৫ সেপ্টেম্বর রাতে রাজধানীর ধানমণ্ডি এলাকা থেকে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক মন্ত্রী শাজাহান খানকে গ্রেপ্তার করা হয়। তিনি বাংলাদেশ শ্রমিক ফেডারেশনের কার্যকরী সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন