আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

নাইকো মামলায় খালেদা জিয়ার আত্মপক্ষ শুনানি ১৩ ফেব্রুয়ারি

স্টাফ রিপোর্টার
নাইকো মামলায় খালেদা জিয়ার আত্মপক্ষ শুনানি ১৩ ফেব্রুয়ারি

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ আট জনের বিরুদ্ধে করা নাইকো দুর্নীতি মামলায় আত্মপক্ষ সমর্থনের শুনানি আগামী ১৩ ফেব্রুয়ারি দিন ধার্য করেছেন আদালত।

বুধবার মামলার তদন্ত কর্মকর্তার সাক্ষ্য ও জেরা শেষে ঢাকার বিশেষ জজ-৪ এর বিচারক রবিউল আলমের আদালত এই তারিখ ঠিক করেন।

বিজ্ঞাপন

এদিন আাদলতে শুনানি করেন খালেদা জিয়ার আইনজীবী আমিনুল ইসলাম। তিনি বলেন, এ মামলায় রাষ্ট্রপক্ষে ৬৮ সাক্ষীর মধ্যে ৩৯ জন আদালতে সাক্ষ্য দিয়েছেন। তার মধ্যে কেউ বেগম জিয়াকে অভিযুক্ত করে সাক্ষ্য দেননি। খালেদা জিয়া আইনের প্রতি শ্রদ্ধাশীল। আদালতে আইনগত ভাবে মোকাবেলা করেই এ মামলায় খালাস পাবেন তিনি।

২০০৭ সালের ৯ ডিসেম্বর রাজধানীর তেজগাঁও থানায় খালেদা জিয়ার বিরুদ্ধে নাইকো দুর্নীতি মামলা করে দুদক। মামলা তদন্তের পর ২০০৮ সালের ৫ মে খালেদা জিয়াসহ ১১ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করা হয়। গত বছরের ১৯ মার্চ একই আদালত খালেদা জিয়াসহ ৮ আসামির অব্যাহতির আদেশ নাকচ করে চার্জ গঠন করেন।

এ মামলায় অন্য আসামিরা হলেন— তৎকালীন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব কামাল উদ্দীন সিদ্দিকী, বাপেক্সের সাবেক মহাব্যবস্থাপক মীর ময়নুল হক, নাইকোর দক্ষিণ এশিয়াবিষয়ক ভাইস প্রেসিডেন্ট কাশেম শরীফ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব খন্দকার শহীদুল ইসলাম, সাবেক সিনিয়র সহকারী সচিব সি এম ইউসুফ হোসাইন, ব্যবসায়ী গিয়াস উদ্দিন আল মামুন ও বাগেরহাটের সাবেক সংসদ সদস্য এম এ এইচ সেলিম। এদের মধ্য প্রথম তিন জন পলাতক আছেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন