নগদে প্রশাসক নিয়োগ বৈধ: হাইকোর্ট

স্টাফ রিপোর্টার
প্রকাশ : ১৬ ফেব্রুয়ারি ২০২৫, ১৬: ০৯

মোবাইলে আর্থিক সেবাদাতা (এমএফএস) প্রতিষ্ঠান ‘নগদ’পরিচালনায় প্রশাসক নিয়োগ বৈধ বলে রায় দিয়ে প্রশাসক নিয়োগ সংক্রান্ত রিট খারিজ করে দিয়েছেন হাইকোর্ট ।

বিজ্ঞাপন

প্রশাসক নিয়োগ প্রশ্নে জারি করা রুলের ওপর চূড়ান্ত শুনানি নিয়ে রোববার হাইকোর্টের বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি মুহাম্মদ মাহবুব-উল ইসলামের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ রায় দেন।

আদালতে রিট আবেদনকারীর পক্ষে ছিলেন সিনিয়র আইনজীবী জমির উদ্দিন সরকার ও মুস্তাফিজুর রহমান খান এবং আইনজীবী আবুল কালাম খান ও মো. জামিলুর রহমান । বাংলাদেশ ব্যাংকের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী বি এম ইলিয়াস কচি ও সাইফুল ইসলাম।

রায়ের পর রিট আবেদনকারীর অন্যতম আইনজীবী মো. জামিলুর রহমান সাংবাদিকদের বলেন, রিট আবেদনকারীর সঙ্গে আলোচনা সাপেক্ষে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

বাংলাদেশ ব্যাংকের আইনজীবী বি এম ইলিয়াস কচি বলেন, ‘নগদ ডাক বিভাগের এজেন্ট বলে রায়ে উল্লেখ করা হয়েছে। প্রশাসক নিয়োগের আগে কারণ দর্শানোর জন্য ডাক বিভাগকে নোটিশ দেয় বাংলাদেশ ব্যাংক। ডাক বিভাগ নোটিশের জবাব দিয়েছে। এ ছাড়া নগদের কার্যক্রম পরিদর্শন করে বাংলাদেশ ব্যাংক অনেক অনিয়ম পায়। এসবের ভিত্তিতে গ্রাহকদের স্বার্থেই প্রশাসক নিয়োগ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এ ক্ষেত্রে রিট আবেদনকারীকে কোনো নোটিশ দেওয়া হয়নি বলে দাবি করা হয় রিটে। যেহেতু নগদ ডাক বিভাগের এজেন্ট, তাই রিট আবেদনকারীর সংক্ষুব্ধতা থাকলে তিনি ডাক বিভাগেই আবেদন করতে পারতেন, যা তিনি করেননি। এসব দিক বিবেচনায় রিট আবেদন টি গ্রহণযোগ্য না হওয়ায় তা খারিজ করা হয়। এর ফলে বাংলাদেশ ব্যাংককের নগদে প্রশাসক নিয়োগটি বৈধ।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত