চাঁনখারপুল গনহত্যার চার্জশীট আমলে নিল ট্রাইব্যুনাল

ডিএমপি কমিশনারসহ পলাতকদের হাজির করার নির্দেশ

স্টাফ রিপোর্টার
প্রকাশ : ২৫ মে ২০২৫, ১৬: ০০

চানখারপুল গনহত্যা মামলার আসামি,পলাতক ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমানসহ চারজনকে ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশনা দেওয়া হয়েছে। আজ রোববার গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আদালত।

বিজ্ঞাপন

এর আগে শিক্ষার্থী আনাসসহ ছয়জনকে নির্মমভাবে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় ৮ জন আসামির বিরুদ্ধে অভিযোগপত্র আমলে নেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

দাখিল করা ফর্মাল প্রতিবেদনে বলা হয়, গত বছরের ৫ আগস্ট চানখাঁরপুল এলাকায় শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলনে পুলিশ প্রাণঘাতী আগ্নেয়াস্ত্র ব্যবহার করে গুলি চালায়। এতে রাজধানীর চানখারপুলসহ বিভিন্ন এলাকায় ব্যাপক হতাহতের ঘটনা ঘটে। এতে আওয়ামী লীগ এবং তার অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা ও রাষ্ট্রীয় বাহিনীর সদস্যরা এই অভিযানে সরাসরি অংশ নেন।

এ সময় আন্দোলন দমন করতে ব্যবহার করা হয়েছিল প্রাণঘাতী আগ্নেয়াস্ত্র, এপিসি কার, হেলিকপ্টার, ড্রোন ও বিপুল পরিমাণ বুলেট। পুলিশের সরাসরি গুলিতে নিহত হন শাহরিয়ার খান আনাস, শেখ মাহদী হাসান জুনায়েদ, মো. ইয়াকুব, মো. রাকিব হাওলাদার, মো. ইসমামুল হক ও মানিক মিয়া শাহরিক।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত