সাবেক ডেপুটি স্পিকার টুকুর দেশত্যাগে নিষেধাজ্ঞা

স্টাফ রিপোর্টার
প্রকাশ : ২৭ মে ২০২৫, ১৭: ১২
আপডেট : ২৭ মে ২০২৫, ১৭: ১৬

স্বৈরশাসক শেখ হাসিনা সরকারে সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকু ও তার দুই ছেলে এস এম আসিফ শামস এবং এস এম নাসিফ শামসের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেছেন দিয়েছেন আদালত। একই সাথে তাদের জাতীয় পরিচয়পত্র ব্লকের আদেশ দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

মঙ্গলবার ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিব এ আদেশ দেন। দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

এদিন দুদকের উপপরিচালক আল আমিন তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞাসহ এনআইডি ব্লক চেয়ে আবেদন করেন। ওই আবেদনে বলা হয়, শামসুল হক টুকুর বিরুদ্ধে রাজনৈতিক প্রভাব ব্যবহার করে বিপুল পরিমাণ স্থাবর-অস্থাবর সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধান করছে দুদক। তিনি একাধিক মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে আছেন। তিনি জামিনে মুক্ত হয়ে বিদেশে পালিয়ে যেতে পারেন। বিদেশে পালিয়ে গেলে অনুসন্ধান কার্যক্রম ব্যাহত হওয়ার সম্ভবনা রয়েছে। অভিযোগের সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে শামসুল হক টুকু ও তার দুই ছেলের বিদেশ দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা প্রয়োজন। এছাড়া তাদের স্থাবর-অস্থাবর সম্পদ হস্তান্তর, পাসপোর্ট ইস্যু-নবায়ন ও ব্যাংক হিসাব পরিচালনাসহ যাবতীয় কার্যক্রম সম্পাদান রহিত করতে জাতীয় পরিচয়পত্রটি ব্লক করা আবশ্যক।

এর আগে গত বছর ১৪ আগস্ট গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীর খিলক্ষেত থানার নিকুঞ্জ আবাসিক এলাকা থেকে শামসুল হক টুকুকে গ্রেপ্তার করা হয়। তাকে বিভিন্ন মামলায় রিমান্ডেও নেওয়া হয়। বর্তমানে তিনি কারাগারে রয়েছেন।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত