চাঁনখারপুলে ছয়জনকে হত্যা মামলার রায়ে অসন্তুষ্টি প্রকাশ করেছে রাষ্ট্রপক্ষ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেছেন, ‘আদালতে অপরাধ প্রমাণিত হওয়ার পরও সীমিত সাজা দেওয়া হয়েছে। আমরা এ রায়ের বিরুদ্ধে আপিল করব। সাজা সীমিত হওয়া ন্যায়বিচারের সঙ্গে সংগত না।’
সোমবার দুপুরে রায় ঘোষণার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম এসব কথা বলেন।
তিনি বলেন, সুজন গুলি করার সময় উচ্ছ্বাস প্রকাশ করেছেন। কিন্তু তিনি যেহেতু কনস্টেবল ছিলেন, ঊর্ধ্বতনের আদেশ পালনে বাধ্য ছিলেন। তাই আদালত তাকে সীমিত সাজা দিয়েছে। মৃত্যুদণ্ডপ্রাপ্তদের সম্পত্তি বাজেয়াপ্তের নির্দেশ দেওয়া হয়েছে।
চিফ প্রসিকিউটর বলেন, এই সাজা বার্তা দেয় যে, কোনো বেআইনি নির্দেশ মানতে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা বাধ্য নন। মানলে তিনি আদালতের এজলাসে ছাড় পাবেন না।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

