ফের রিমান্ডে পলক, নতুন মামলায় গ্রেপ্তার কামরুল-আতিক-কামাল

স্টাফ রিপোর্টার
প্রকাশ : ২৪ মার্চ ২০২৫, ১২: ১৭
আপডেট : ২৪ মার্চ ২০২৫, ১২: ২৩

জুলাই গণঅভ্যুত্থানে ছাত্র-জনতার আন্দোলনে রাজধানীর যাত্রাবাড়ীতে অটোরিকশাচালক ওবায়দুল ইসলাম হত্যা মামলায় সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকে চার দিনের রিমান্ডে নেওয়ার আদেশ দিয়েছেন আদালত।

বিজ্ঞাপন

একই সাথে যাত্রাবাড়ী থানার আরও দুই মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। এ ছাড়া সাবেক মন্ত্রী কামরুল ইসলাম, ঢাকা উত্তর সিটি করপোরেশনের সাবেক মেয়র আতিকুল ইসলাম, সাবেক মন্ত্রীবকাফরুল ইসলাম এবং প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদারকে কাফরুল ও গুলাশান থানার পৃথক মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন আদালত।

সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জি এম ফারহান ইশতিয়াকের আদালত শুনানি শেষে এ আদেশ দেন। এর আগে কামরুল ইসলাম, কামাল আহমেদ মজুমদার, আতিকুল ইসলামকে গ্রেপ্তার দেখানোর আবেদন করা হয়। পলককে হত্যা মামলায় সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করা হয়। একই সঙ্গে আরও দুই মামলায় তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন করা হয়।

এদিন শুনানিকালে প্রথমে আসামিদের গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন আদালত। পরে পলকের রিমান্ডের বিষয়ে শুনানি হয়।

রাষ্ট্রপক্ষে ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী রিমান্ড মঞ্জুরের পক্ষে শুনানি করেন। পলকের পক্ষে তার আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখী রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। শুনানি শেষে আদালত তাকে চার দিনের রিমান্ডের আদেশ দেন।

ওবায়দুল হত্যা মামলায় অভিযোগ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গত বছরের ৫ আগস্ট দুপুরে যাত্রাবাড়ী থানাধীন কাজলা ফ্লাইওভারের কাছে গুলিবিদ্ধ হন ওবায়দুল ইসলাম। পরে মিটফোর্ড হাসপাতালে মারা যান তিনি। এ ঘটনায় তার স্ত্রী মরিয়ম ওই বছরেরই ৮ সেপ্টেম্বর যাত্রাবাড়ী থানায় মামলা করেন।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত