হাইকোর্টের এজলাসে ঢোকার মুখে মাদকসহ যুবক আটক

স্টাফ রিপোর্টার
প্রকাশ : ১২ আগস্ট ২০২৫, ১৪: ০১
আপডেট : ১২ আগস্ট ২০২৫, ১৪: ০৫

রাজধানীতে হাইকোর্টের অ্যাটর্নি জেনারেল বিল্ডিংয়ের এনেএক্স সংলগ্ন এজলাসে প্রবেশ করার সময় মাদকসহ এক ব্যক্তিকে আটক করেছে নিরাপত্তা বাহিয়।

বিজ্ঞাপন

মঙ্গগলবার সকালে অ্যাটর্নি জেনারেল কার্যালয় থেকে অ্যানেক্স কোর্ট বিল্ডিংয়ে ঢোকার মুখে তল্লাশি চালিয়ে ওই যুবককে আটক করা হয়।

আটককৃত ব্যক্তির কাছ থেকে চার পিস ইয়াবা, ১ বোতল মদ, সিগারেটের ভেতর লুকানো হেরোইন, ৫টি মোবাইল ফোন এবং বেশ কয়েকটি গ্যাস লাইট উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই ব্যক্তি আদালতের ভিতরে অবৈধ মাদকসহ প্রবেশের চেষ্টা করছিল বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেয়া হচ্ছে।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত