আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

জুলাই-আগস্টে ইন্টারনেট বন্ধ করে গণহত্যা

জয়ের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

আতিকুর রহমান নগরী

জয়ের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

জুলাই-আগস্টে তীব্র গণআন্দোলনের মুখে ভারতে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত। বৃহস্পতিবার দুপুরে জুলাইয়ে আন্দোলন চলাকালে ইন্টারনেট বন্ধ করে চালানো গণহত্যা মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এ গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। এর আগে জয়ের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল করা হয়।

বিজ্ঞাপন

একই মামলায় আওয়ায়ী লীগ সরকারের ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়েছে ট্রাইব্যুনাল। পলককে ১০ ডিসেম্বর হাজির করার নির্দেশ দিয়েছে। আগে থেকেই পলক একাধিক মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন।

এছাড়া সালমান এফ রহমান ও আনিসুল হকের বিরুদ্ধে অভিযোগ দাখিল করে ১০ ডিসেম্বর হাজিরের নির্দেশ দেওয়া হয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...