‘বেঁচে থাকতে আবু সাঈদ হত্যার বিচার দেখে যেতে চাই’

স্টাফ রিপোর্টার
প্রকাশ : ২৮ আগস্ট ২০২৫, ১৪: ১৮

২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ হত্যা মামলার প্রথম দিনের সাক্ষ্যগ্রহণ শেষ হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে সাক্ষ্যগ্রহণ শুরু হয়।

বিজ্ঞাপন

প্রথম সাক্ষ্যতে আবু সাঈদের ৮৫ বছর বয়সী বাবা মকবুল আহমদ বলেন, বেঁচে থাকতে আবু সাঈদ হত্যার বিচার দেখে যেতে চাই। তিনি আবু সাঈদকে যেদিন হত্যা করা হয়, সেই দিনের ঘটনা তুলে ধরেন।

আদালতে তিনি বলেন, আবু সাঈদের বুকজুড়ে ছিল অসংখ্য গুলির চিহ্ন। ছেলে চাকরি করবে এমনটাই দেখার ইচ্ছা ছিলো। কিন্তু হলো না। যারা আমার ছেলেকে শহীদ করেছে তাদের বিচার দেখে মরতে চাই।

সাক্ষ্যগ্রহণ উপলক্ষে সকালে মামলার ৬ আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। তবে বেরোবির সাবেক ভিসিসহ ২৪ জন এখনও পলাতক রয়েছেন। তাদের পক্ষে ইতোমধ্যে সরকারি খরচে চারজন আইনজীবী নিয়োগ দেয়া হয়েছে।

সাব-জেলে অভিযুক্ত সেনা কর্মকর্তারা, সরকারের কাছে যে আহ্বান জানালেন ব্যারিস্টার আরমান

অসদাচারণের দায়ে টঙ্গী পাইলট স্কুলের ভারপ্রাপ্ত অধ্যক্ষকে শোকজ

জরুরি অবস্থা জারি করলেন পেরুর প্রেসিডেন্ট

গুম-খুনে জড়িত ১৫ সেনা কর্মকর্তা চাকরিচ্যুত। ট্রাইব্যুনালে হাজির। সাবজেলে প্রেরণ

এবার ১ টাকায় গরুর মাংস বিতরণের ঘোষণা সেই এমপি প্রার্থীর

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত