আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

আছিয়ার রায়ে খালাসের বিরুদ্ধে আপিল করবেন বিশেষ প্রসিকিউটর

স্টাফ রিপোর্টার

আছিয়ার রায়ে খালাসের বিরুদ্ধে আপিল করবেন বিশেষ প্রসিকিউটর

মাগুরার আলোচিত শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলার রায় ঘোষণার পর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ প্রসিকিউটর এহসানুল হক সমাজী বলেছেন, হিটু শেখকে আদালত সর্বোচ্চ শাস্তি দিয়েছেন। তবে তিন জনকে খালাস দেয়ার আমরা সন্তুষ্ট নই। রায়ের কপি সংরক্ষণের পর পর্যালোচনা করে উচ্চ আদালতে আপিল করা হতে পারে।

বিজ্ঞাপন

রায়ে আদালত চার আসামির মধ্যে শুধু হিটু শেখকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। বাকি তিনজন খালাস পেয়েছেন। শনিবার সকালে মাগুরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এম জাহিদ হাসান এ রায় ঘোষণা করেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন