স্টাফ রিপোর্টার
মারধর ও হত্যাচেষ্টার অভিযোগে দায়ের করা মামলায় টিকটকার আব্দুল্লাহ আল মামুন ওরফে প্রিন্স মামুনের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মাহবুবুল হকের আদালত এ আদেশ দেন। এ মামলায় ১ মার্চ সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করা হয়েছে।
এদিন অভিযোগ গঠনের শুনানি করতে আদালতে হাজির হন প্রিন্স মামুন ও লায়লা আখতার। শুনানির শুরুতে মামুনের আইনজীবী মামলার দায় থেকে অব্যাহতি চেয়ে আবেদন করেন। অপরদিকে বাদীপক্ষের আইনজীবী ইশরাত হাসান অভিযোগ গঠন চেয়ে শুনানি করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত অব্যাহতির আবেদন নাকচ করে মামুনের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ দেন।
মামলায় অভিযোগ করা হয, তিন বছর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচয়ের পর বাদীর সঙ্গে প্রেমের সম্পর্ক স্থাপন করে মামুন। পরে বিয়ের প্রতিশ্রুতি পেয়ে সরল বিশ্বাস তাকে নিজের বাসায় থাকার অনুমতি দেন বাদী লায়লা। ২০২২ সালের ৭ জানুয়ারি মামুন তার মাকে সঙ্গে নিয়ে তার বাসায় বসবাস করতে থাকে। পরে একপর্যায়ে মামুন তাকে বিয়ে করতে অস্বীকার করে। এ নিয়ে মামুন ক্ষিপ্ত হয়ে গালিগালাজ ও মারধর করে হত্যার চেষ্টা চালায়। বিষয়টি তা মা বাবাকেও জানানো হয়।
পরে ২০২৩ সালের ১২ ডিসেম্বর রাজধানীর ক্যান্টনমেন্ট থানায় মামলা করেন লায়লা আখতার। গত বছরের ৩১ জানুয়ারি মামুনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট জমা দেয় পুলিশ। পরে ওই বছরের ৩ জুন মামুনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত। পরদিন ৪ জুন মামুন আদালতে আত্মসমর্পণ করে জামিন পান।
মারধর ও হত্যাচেষ্টার অভিযোগে দায়ের করা মামলায় টিকটকার আব্দুল্লাহ আল মামুন ওরফে প্রিন্স মামুনের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মাহবুবুল হকের আদালত এ আদেশ দেন। এ মামলায় ১ মার্চ সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করা হয়েছে।
এদিন অভিযোগ গঠনের শুনানি করতে আদালতে হাজির হন প্রিন্স মামুন ও লায়লা আখতার। শুনানির শুরুতে মামুনের আইনজীবী মামলার দায় থেকে অব্যাহতি চেয়ে আবেদন করেন। অপরদিকে বাদীপক্ষের আইনজীবী ইশরাত হাসান অভিযোগ গঠন চেয়ে শুনানি করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত অব্যাহতির আবেদন নাকচ করে মামুনের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ দেন।
মামলায় অভিযোগ করা হয, তিন বছর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচয়ের পর বাদীর সঙ্গে প্রেমের সম্পর্ক স্থাপন করে মামুন। পরে বিয়ের প্রতিশ্রুতি পেয়ে সরল বিশ্বাস তাকে নিজের বাসায় থাকার অনুমতি দেন বাদী লায়লা। ২০২২ সালের ৭ জানুয়ারি মামুন তার মাকে সঙ্গে নিয়ে তার বাসায় বসবাস করতে থাকে। পরে একপর্যায়ে মামুন তাকে বিয়ে করতে অস্বীকার করে। এ নিয়ে মামুন ক্ষিপ্ত হয়ে গালিগালাজ ও মারধর করে হত্যার চেষ্টা চালায়। বিষয়টি তা মা বাবাকেও জানানো হয়।
পরে ২০২৩ সালের ১২ ডিসেম্বর রাজধানীর ক্যান্টনমেন্ট থানায় মামলা করেন লায়লা আখতার। গত বছরের ৩১ জানুয়ারি মামুনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট জমা দেয় পুলিশ। পরে ওই বছরের ৩ জুন মামুনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত। পরদিন ৪ জুন মামুন আদালতে আত্মসমর্পণ করে জামিন পান।
আইনজীবী ড. শরীফ ভূঁইয়া জানান, “ত্রয়োদশ সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার গঠনের যে বিধান সংবিধানে অন্তর্ভুক্ত করা হয়েছে তার একটি ৫৮’র সি ধারা, যেখানে বলা আছে, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা গঠিত হবে সংসদ ভেঙে দেয়ার পনের দিনের মধ্যে। অর্থাৎ তত্ত্বাবধায়ক সরকার গঠন করতে হলে এটা শুধুমাত্র সংসদ ভেঙে ..
১ ঘণ্টা আগেগত অগাস্টে নিম্ন মাধ্যমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি প্রবীধানমালা-২০২৪ সংশোধন করে ম্যানেজিং কমিটি এবং গভর্নিং বডির সভাপতি পদে শুধু সরকারি কর্মকর্তাদের জন্য সংরক্ষণ করে প্রজ্ঞাপন জারি করেছিল অন্তবর্তীকালীন সরকার।
১ ঘণ্টা আগেজুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলার আসামি পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন নিজের অপরাধ গোপন করে অন্যের ঘাড়ে বন্দুক রেখে বাঁচার জন্য অ্যাপ্রুভার হয়েছেন।
৪ ঘণ্টা আগেআবেদনে বলা হয়, সেলিম প্রধান দেশের মানুষের নিরাপত্তা বিঘ্ন ঘটানো ও বিশৃঙ্খলা সৃষ্টি প্রয়াসে একটি নিষিদ্ধ ঘোষিত সংগঠনের অর্থযোগানদাতা, পরামর্শদাতা ও নির্দেশদাতা হিসেবে সক্রিয়ভাবে দেশবিরোধী প্রচারণায় অংশগ্রহণ করে। সে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সক্রিয় সদস্য বলে প্রাথমিক তদন্তে জানা গেছে।
৪ ঘণ্টা আগে