আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

রাজশাহীতে অ্যাটর্নি জেনারেল

আইন ও সংবিধানের অন্যতম ভিত্তি রাজনৈতিক সমঝোতা

আতিকুর রহমান নগরী

আইন ও সংবিধানের অন্যতম ভিত্তি রাজনৈতিক সমঝোতা
ফাইল ছবি

অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান বলেছেন, রাজনৈতিক সমঝোতাই হচ্ছে আইন ও সংবিধানের অন্যতম ভিত্তি। সোমবার দুপুরে রাজশাহীতে এক অনুষ্ঠানে তিনি একথা বলেন।

বিজ্ঞাপন

তিনি বলেন, মানবতাবিরোধী অপরাধের বিচারের ক্ষেত্রে আমাদের কাছে ব্যক্তি বড় নয়, অপরাধ ও তার ধরণ মুখ্য। জুলাই বিপ্লবের সঙ্গে ৭১’র চেতনার কোনো বিরোধ নেই।

তিনি বলেন, জুলাই বিপ্লবের চেতনাকে বৃথা যেতে দেওয়া হবে না। একটি সাংবিধানিক কাঠামো গড়ে তোলা হবে। যেখানে থাকবে ন্যায়বিচার, ভোটাধিকার। দীর্ঘ এক বছরে কোন গুম খুনের ঘটনা ঘটেনি। ৭১ বা জুলাই ২৪ সংঘর্ষিক নয়। ৭১ এর ধারাবাহিকতায় ২৪ এসেছে। খুন-গুমের সাথে জড়িত ব্যক্তির পাশাপাশি অপরাধেরও বিচার হবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন