‘আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে কিছু সংশোধনী আনা হচ্ছে’

স্টাফ রিপোর্টার
প্রকাশ : ১০ এপ্রিল ২০২৫, ১২: ৫২
আপডেট : ১০ এপ্রিল ২০২৫, ১৪: ৫৪
ফাইল ছবি

চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বলেছেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে কিছু সংশোধনী আনা হচ্ছে। বৃহস্পতিবার দুপুরে তিনি একথা বলেন।

বিজ্ঞাপন

তিনি বলেন, বিদেশে পলাতক সাবেক মন্ত্রী ওবায়দুল কাদের, আসাদুজ্জামান খান কামালসহ ১০ আসামির বিরুদ্ধে রেড নোটিশ জারি করতে অনুরোধ জানানো হবে।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, শেখ হাসিনার ইন্টারপোলের রেড নোটিশ জারির বিষয়ে আপাতত কোনো তথ্য নাই।

গত ৫ জুলাই থেকে ৫ অগাস্ট পর্যন্ত সময়ে ছাত্র-জনতার আন্দোলনের মধ্যে সারা দেশে ‘গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের’ অর্ধশতাধিক অভিযোগ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা ও প্রসিকিউশন অফিসে জমা পড়েছে।

শুক্র-শনিবারও চলবে বিমানবন্দরের শুল্কায়ন কার্যক্রম

প্রধান উপদেষ্টার আদেশে জুলাই সনদের আইনি রূপ দিতে হবে

নভেম্বরের মধ্যে তিস্তা মহাপরিকল্পনা শুরুর দাবিতে অবস্থান কর্মসূচি

আইআরআই’র সঙ্গে নির্বাচনের প্রক্রিয়া ও ইসির নিরপেক্ষতা নিয়ে আলোচনা এনসিপির

দেশে মুক্তি পাচ্ছে জাপানি অ্যানিমে সিরিজ, শিশুদের দেখা নিষেধ

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত