আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

হামীম গ্রুপের ১০ প্রতিষ্ঠানের আর্থিক প্রতিবেদন তলব দুদকের

স্টাফ রিপোর্টার

হামীম গ্রুপের ১০ প্রতিষ্ঠানের আর্থিক প্রতিবেদন তলব দুদকের

জালিয়াতি ও অর্থ পাচারের অভিযোগে হামীম গ্রুপের ১০টি প্রতিষ্ঠানের আর্থিক প্রতিবেদন তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। অনুসন্ধানের অংশ হিসেবে ওই গ্রুপের সোয়েটার ফ্যাক্টরি, ডেনিম মিল, পলি ব্যাগ ইন্ডাস্ট্রি, পাটকল, রাসায়নিক ফ্যাক্টরি, পরিবহন, চা-বাগানসহ ১০টি অঙ্গপ্রতিষ্ঠানের বার্ষিক আর্থিক প্রতিবেদন (অডিট রিপোর্ট) তলব করা হয়েছে।

গত রোববার দুদকের বিশেষ অনুসন্ধান টিমের প্রধান ও দুদকের পরিচালক আবুল হাসনাত স্বাক্ষরিত চিঠি বিভিন্ন ব্যাংক, জাতীয় রাজস্ব বোর্ড ও জয়েন্ট স্টক কোম্পানি বা যৌথ মূলধন কোম্পানি ও ফার্মগুলোর পরিদপ্তরে (আরজেএসসি) পাঠানো হয়েছে। চিঠিতে হামীম গ্রুপের প্রতিষ্ঠানগুলোর ২০১৮ থেকে ২০২৫ সাল পর্যন্ত বার্ষিক আর্থিক প্রতিবেদনের কপি দুদকে জমা দিতে বলা হয়েছে।

বিজ্ঞাপন

দুদক জানায়, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে হা-মীম গ্রুপের বিরুদ্ধে গত ২০২৫ সালের ফেব্রুয়ারি মাসে অনুসন্ধান করার সিদ্ধান্ত নেয় কমিশন। কমিশনের একজন উপ-পরিচালকের নেতৃত্বে তিন সদস্যের বিশেষ টিম গঠন করা হয়। কিন্তু, তদন্তে কোন গতি আসেনি।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...