ট্রাইব্যুনালে নাহিদের জবানবন্দি
স্টাফ রিপোর্টার
গত বছরের ৪ আগস্ট শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের পতনের পূর্বেই ড. মুহাম্মদ ইউনূসকে নতুন সরকারের প্রধান হওয়ার প্রস্তাব দেয়া হয়েছিল বলে জবানবন্দিতে উল্লেখ করেছেন নাহিদ ইসলাম।
বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ জবানবন্দিতে এসব কথা বলেন তিনি।
জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের ঘটনায় শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে করা মামলায় ৪৭তম সাক্ষী হিসেবে জবানবন্দি দেন নাহিদ ইসলাম।
শেখ হাসিনার পাশাপাশি এ মামলার অপর দুই আসামি হলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান ও সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। এর মধ্যে চৌধুরী আবদুল্লাহ আল-মামুন দোষ স্বীকার করে এ মামলায় ‘অ্যাপ্রুভার’ (রাজসাক্ষী) হয়ে জবানবন্দি দিয়েছেন। আজকে তাকে ট্রাইব্যুনালে হাজির হন।
তিনি বলেন, গতবছরের ৪ আগস্ট সারাদেশে ব্যাপক হত্যাযজ্ঞের পর সেদিনই আমরা ৬ আগস্ট 'মার্চ টু ঢাকা' কর্মসূচি ঘোষণা করি।
এরপর সরকার কারফিউ জারি করেন। আমরা জানতে পারি ৬ আগস্ট ' মার্চ টু ঢাকা' কর্মসূচি ব্যর্থ করতে সরকার মোবাইল ফোন ও ইন্টারনেট বন্ধ করতে যাচ্ছেন।
তিনি আরো বলেন, তখন আমাদেরকে গুম ও হত্যার পরিকল্পনার কথাও জানতে পারি। এরপর আমরা 'মার্চ টু ঢাকা' কর্মসূচি একদিন এগিয়ে ৫ আগস্ট নির্ধারণ করি। 'মার্চ টু ঢাকা' কর্মসূচি সফল করতে সমন্বয়কদের পক্ষ থেকে মাহফুজ আলম ছাত্র সংগঠন ও নাগরিক সমাজের সঙ্গে লিয়াজোঁ করছিলেন।
পূর্ব প্রস্তুতি হিসেবে আমরা ৪ আগস্ট ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে আলোচনা করি। তাকে নতুন সরকার প্রধানের দায়িত্ব পালনের প্রস্তাব দেওয়া হয়।
গতকাল আংশিক জবানবন্দি দেওয়ার পর আজ দ্বিতীয় দিন জবানবন্দি দেন নাহিদ ইসলাম।
গত বছরের ৪ আগস্ট শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের পতনের পূর্বেই ড. মুহাম্মদ ইউনূসকে নতুন সরকারের প্রধান হওয়ার প্রস্তাব দেয়া হয়েছিল বলে জবানবন্দিতে উল্লেখ করেছেন নাহিদ ইসলাম।
বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ জবানবন্দিতে এসব কথা বলেন তিনি।
জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের ঘটনায় শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে করা মামলায় ৪৭তম সাক্ষী হিসেবে জবানবন্দি দেন নাহিদ ইসলাম।
শেখ হাসিনার পাশাপাশি এ মামলার অপর দুই আসামি হলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান ও সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। এর মধ্যে চৌধুরী আবদুল্লাহ আল-মামুন দোষ স্বীকার করে এ মামলায় ‘অ্যাপ্রুভার’ (রাজসাক্ষী) হয়ে জবানবন্দি দিয়েছেন। আজকে তাকে ট্রাইব্যুনালে হাজির হন।
তিনি বলেন, গতবছরের ৪ আগস্ট সারাদেশে ব্যাপক হত্যাযজ্ঞের পর সেদিনই আমরা ৬ আগস্ট 'মার্চ টু ঢাকা' কর্মসূচি ঘোষণা করি।
এরপর সরকার কারফিউ জারি করেন। আমরা জানতে পারি ৬ আগস্ট ' মার্চ টু ঢাকা' কর্মসূচি ব্যর্থ করতে সরকার মোবাইল ফোন ও ইন্টারনেট বন্ধ করতে যাচ্ছেন।
তিনি আরো বলেন, তখন আমাদেরকে গুম ও হত্যার পরিকল্পনার কথাও জানতে পারি। এরপর আমরা 'মার্চ টু ঢাকা' কর্মসূচি একদিন এগিয়ে ৫ আগস্ট নির্ধারণ করি। 'মার্চ টু ঢাকা' কর্মসূচি সফল করতে সমন্বয়কদের পক্ষ থেকে মাহফুজ আলম ছাত্র সংগঠন ও নাগরিক সমাজের সঙ্গে লিয়াজোঁ করছিলেন।
পূর্ব প্রস্তুতি হিসেবে আমরা ৪ আগস্ট ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে আলোচনা করি। তাকে নতুন সরকার প্রধানের দায়িত্ব পালনের প্রস্তাব দেওয়া হয়।
গতকাল আংশিক জবানবন্দি দেওয়ার পর আজ দ্বিতীয় দিন জবানবন্দি দেন নাহিদ ইসলাম।
এদিন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহাল চেয়ে বদিউল মজুমদারের আইনজীবী তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে দিয়ে ১৪তম জাতীয় নির্বাচন থেকে তা কার্যকর চেয়ে আপিল বিভাগে শুনানি শেষ করেন। এ সময় তিনি আপিল বিভাগকে বলেন, হাইকোর্ট থেকে আপিল বিভাগ পর্যন্ত মোট ১২ জন বিচারপতি এ মামলাটি শুনেছেন।...
২ ঘণ্টা আগেআইনজীবী ড. শরীফ ভূঁইয়া জানান, “ত্রয়োদশ সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার গঠনের যে বিধান সংবিধানে অন্তর্ভুক্ত করা হয়েছে তার একটি ৫৮’র সি ধারা, যেখানে বলা আছে, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা গঠিত হবে সংসদ ভেঙে দেয়ার পনের দিনের মধ্যে। অর্থাৎ তত্ত্বাবধায়ক সরকার গঠন করতে হলে এটা শুধুমাত্র সংসদ ভেঙে ..
৫ ঘণ্টা আগেগত অগাস্টে নিম্ন মাধ্যমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি প্রবীধানমালা-২০২৪ সংশোধন করে ম্যানেজিং কমিটি এবং গভর্নিং বডির সভাপতি পদে শুধু সরকারি কর্মকর্তাদের জন্য সংরক্ষণ করে প্রজ্ঞাপন জারি করেছিল অন্তবর্তীকালীন সরকার।
৫ ঘণ্টা আগেজুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলার আসামি পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন নিজের অপরাধ গোপন করে অন্যের ঘাড়ে বন্দুক রেখে বাঁচার জন্য অ্যাপ্রুভার হয়েছেন।
৭ ঘণ্টা আগে