আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

জুলাই গণহত্যাকারী মেজর সুমন ট্রাইব্যুনালের মামলায় গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার
জুলাই গণহত্যাকারী মেজর সুমন ট্রাইব্যুনালের মামলায় গ্রেপ্তার

জুলাই গণ-অভ্যুত্থানের সময় কুমিল্লার দাউদকান্দিতে ৪ ও ৫ আগস্ট, ২০২৪-এ নিরস্ত্র আন্দোলনকারী মো. রিফাত হোসেন ও মো. বাবুকে গুলি করে হত্যাসহ অন্যান্য নিরীহ আন্দোলনকারীদেরকে আহত করার ঘটনায় আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য (এমপি) মেজর জেনারেল (অব.) সুবিদ আলী ভূঁইয়ার ছেলে সাবেক উপজেলা চেয়ারম্যান মেজর (অব.) মোহাম্মদ আলী সুমনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর একটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

আগামী ১৫ ফেব্রুয়ারিতে তাকে আদালতে উপস্থাপনের তারিখ ধার্য করা হয়েছে।

বিজ্ঞাপন

উল্লেখ্য, সাবেক উপজেলা চেয়ারম্যান মেজর (অব.) মোহাম্মদ আলী সুমন দাউদকান্দি মডেল থানায় দায়েরকৃত দুটি মামলায় ৬ অক্টোবর গ্রেপ্তার হয়ে বর্তমানে কুমিল্লা জেলা কারাগারে বন্দি আছেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন