স্টাফ রিপোর্টার
আওয়ামী লীগ সরকারের সাবেক শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূনের মৃত্যুর প্রসঙ্গ টেনে সাবেক সমাজকল্যাণ মন্ত্রী দীপু মনি অভিযোগ করে বলেছেন, “নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন চিকিৎসার অভাবে মারা গেছেন। আমাদের কি মরিয়া প্রমাণ করা লাগবে আমরা অসুস্থ?”
সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদী হাসানের আদালতে এসব কথা বলেন তিনি।
এদিন রাজধানীর শাহবাগ থানার জুট ব্যবসায়ী মনির হত্যা মামলায় দীপু মনিকে ১০ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেন শাহবাগ থানার এসআই মাইনুল খান পুলক।
সোমবার সকাল সাড়ে ১০টার দিকে পুলিশ প্রহরায় দীপু মনি ও সোলায়মান সেলিমকে আদালতে তোলা হয়। প্রথমে দীপু মনির রিমান্ডের শুনানি শুরু হয়। তার আইনজীবী গাজী ফয়সাল ইসলাম রিমান্ডের বিরোধিতা করে জামিন আবেদন করেন।
তিনি বলেন, “আমার আসামি দীর্ঘদিন ধরে হাজতে রয়েছেন। তিনি নারী হওয়ায় বিভিন্ন অসুস্থতায় ভুগছেন। এই মামলার এজাহারে তার নাম ছাড়া কিছুই নেই। এ বিষয়ে আসামি কিছু বলতে চান।”
পরে আদালতের অনুমতি নিয়ে দীপু মনি বলেন, “গত মাসের ৯/১০ তারিখে আমি অসুস্থ হওয়ায় শহীদ তাজ উদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। তবে সেখানে সকল পরীক্ষা-নিরীক্ষা সম্ভব হয়নি।
তিনি আরো বলেন, “অন্য হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষার জন্য অনুমতি পরও পুলিশ স্কোয়াড না থাকায় নেয়া হয়নি। ভাবেছিলাম আজকে হাসপাতালে নেওয়া হবে। কিন্তু দেখলাম আদালতে আনা হয়েছে।”
সাবেক এই শিক্ষামন্ত্রী বলেন, “পুলিশ স্কোয়াডের কারণে হাসপাতালে নেওয়া হচ্ছে না, অথচ আদালত আনা হয়েছে। আমি ন্যায়বিচার প্রত্যাশা করছি। আমার যে চিকিৎসা দরকার সেটা পাচ্ছি না।”
আওয়ামী লীগের এই প্রভাবশালী নেতা আরো বলেন, “আমার বিরুদ্ধে ৬০টির অধিক মামলা। কিন্তু আইনজীবীর সঙ্গে কথা বলার সুযোগ পাচ্ছি না। আদালতে নিয়ে আসার পর যেন হাজতখানায় আমার সঙ্গে আইনজীবীর কথা বলার সুযোগ করে দেওয়া হয়।"
দীপু মনির কথার বিরোধিতা করে রাষ্ট্রপক্ষের পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী বলেন, “কারাবিধি অনুযায়ী সাক্ষাতের সুযোগ রয়েছে। তারা চাইলে জেলগেটে সাক্ষাৎ করতে পারবেন। মূলত রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য হাসপাতালে যাওয়ার চেষ্টা করছে।”
রাষ্টপক্ষের কৌঁসুলির জবাবে দীপু মনি সাবেক শিল্পমন্ত্রী নূরুল মজিদ হুমায়ুনের মৃত্যুর প্রসঙ্গ টেনে দাবি করে বলেন, এই আওয়ামী লীগ নেতা ‘চিকিৎসার অভাবে’ মারা গেছেন। সেই প্রসঙ্গ ধরে দীপু মনি আদালতে বক্তব্য দিলে, উপস্থিত আইনজীবীরা বিরোধীতা করে কথা বলতে শুরু করেন।
এ সময় সাবেক এমপি সোলায়মান সেলিম বলেন, “এখানে লিগ্যাল আর্গুমেন্ট হচ্ছে। সবাই কি রাষ্ট্রপক্ষের আইনজীবী?”
তখন পাশে থাকা কয়েকজন আইনজীবী তাকে উদ্দেশ্য করে বলেন, “গায়ে এখনো রক্তের দাগ লেগে আছে।”
জবাবে সোলায়মান সেলিম বলেন, “তাই বলে কি আমরা চিকিৎসা পাব না?”
শুনানি শেষে দীপু মনির চার দিনের রিমান্ড মঞ্জুর করেন বিচারক। এরপর রাজধানীর লালবাগ থানার শাওন সিকদার হত্যা মামলায় সাবেক এমপি সোলায়মান সেলিমকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেন আদালত।
মনির হত্যা মামলায় অভিযোগ, জুলাই গণঅভ্যুত্থানে গত বছরের ৫ অগাস্ট শাহবাগ থানার চানখারপুল এলাকায় ছাত্র-জনতার সঙ্গে আন্দোলনে অংশ নেন ক্ষুদ্র জুট ব্যবসায়ী মো. মনির। দুপুরে আসামিদের ছোড়া গুলিতে ঘটনাস্থলেই মারা যান তিনি। এ ঘটনায় ১৪ মার্চ শাহবাগ থানায় হত্যা মামলা করেন নিহতের স্ত্রী রোজিনা আক্তার।
শাওন সিকদার হত্যা মামলায় বলা হয়, জুলাই গণঅভ্যুত্থানে ২০২৪ সালের ১৯ জুলাই বিকালে রাজধানীর ইডেন কলেজের সামনে দিয়ে বাসায় ফেরার পথে গুলিবিদ্ধ হয়ে মারা যান শাওন। এ ঘটনায় চলতি বছরের ২১ জানুয়ারি লালবাগ থানায় শেখ হাসিনাসহ ৪০ জনকে আসামি করে মামলা করেন ইকবাল মজুমদার তৌহিদ।
আওয়ামী লীগ সরকারের সাবেক শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূনের মৃত্যুর প্রসঙ্গ টেনে সাবেক সমাজকল্যাণ মন্ত্রী দীপু মনি অভিযোগ করে বলেছেন, “নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন চিকিৎসার অভাবে মারা গেছেন। আমাদের কি মরিয়া প্রমাণ করা লাগবে আমরা অসুস্থ?”
সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদী হাসানের আদালতে এসব কথা বলেন তিনি।
এদিন রাজধানীর শাহবাগ থানার জুট ব্যবসায়ী মনির হত্যা মামলায় দীপু মনিকে ১০ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেন শাহবাগ থানার এসআই মাইনুল খান পুলক।
সোমবার সকাল সাড়ে ১০টার দিকে পুলিশ প্রহরায় দীপু মনি ও সোলায়মান সেলিমকে আদালতে তোলা হয়। প্রথমে দীপু মনির রিমান্ডের শুনানি শুরু হয়। তার আইনজীবী গাজী ফয়সাল ইসলাম রিমান্ডের বিরোধিতা করে জামিন আবেদন করেন।
তিনি বলেন, “আমার আসামি দীর্ঘদিন ধরে হাজতে রয়েছেন। তিনি নারী হওয়ায় বিভিন্ন অসুস্থতায় ভুগছেন। এই মামলার এজাহারে তার নাম ছাড়া কিছুই নেই। এ বিষয়ে আসামি কিছু বলতে চান।”
পরে আদালতের অনুমতি নিয়ে দীপু মনি বলেন, “গত মাসের ৯/১০ তারিখে আমি অসুস্থ হওয়ায় শহীদ তাজ উদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। তবে সেখানে সকল পরীক্ষা-নিরীক্ষা সম্ভব হয়নি।
তিনি আরো বলেন, “অন্য হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষার জন্য অনুমতি পরও পুলিশ স্কোয়াড না থাকায় নেয়া হয়নি। ভাবেছিলাম আজকে হাসপাতালে নেওয়া হবে। কিন্তু দেখলাম আদালতে আনা হয়েছে।”
সাবেক এই শিক্ষামন্ত্রী বলেন, “পুলিশ স্কোয়াডের কারণে হাসপাতালে নেওয়া হচ্ছে না, অথচ আদালত আনা হয়েছে। আমি ন্যায়বিচার প্রত্যাশা করছি। আমার যে চিকিৎসা দরকার সেটা পাচ্ছি না।”
আওয়ামী লীগের এই প্রভাবশালী নেতা আরো বলেন, “আমার বিরুদ্ধে ৬০টির অধিক মামলা। কিন্তু আইনজীবীর সঙ্গে কথা বলার সুযোগ পাচ্ছি না। আদালতে নিয়ে আসার পর যেন হাজতখানায় আমার সঙ্গে আইনজীবীর কথা বলার সুযোগ করে দেওয়া হয়।"
দীপু মনির কথার বিরোধিতা করে রাষ্ট্রপক্ষের পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী বলেন, “কারাবিধি অনুযায়ী সাক্ষাতের সুযোগ রয়েছে। তারা চাইলে জেলগেটে সাক্ষাৎ করতে পারবেন। মূলত রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য হাসপাতালে যাওয়ার চেষ্টা করছে।”
রাষ্টপক্ষের কৌঁসুলির জবাবে দীপু মনি সাবেক শিল্পমন্ত্রী নূরুল মজিদ হুমায়ুনের মৃত্যুর প্রসঙ্গ টেনে দাবি করে বলেন, এই আওয়ামী লীগ নেতা ‘চিকিৎসার অভাবে’ মারা গেছেন। সেই প্রসঙ্গ ধরে দীপু মনি আদালতে বক্তব্য দিলে, উপস্থিত আইনজীবীরা বিরোধীতা করে কথা বলতে শুরু করেন।
এ সময় সাবেক এমপি সোলায়মান সেলিম বলেন, “এখানে লিগ্যাল আর্গুমেন্ট হচ্ছে। সবাই কি রাষ্ট্রপক্ষের আইনজীবী?”
তখন পাশে থাকা কয়েকজন আইনজীবী তাকে উদ্দেশ্য করে বলেন, “গায়ে এখনো রক্তের দাগ লেগে আছে।”
জবাবে সোলায়মান সেলিম বলেন, “তাই বলে কি আমরা চিকিৎসা পাব না?”
শুনানি শেষে দীপু মনির চার দিনের রিমান্ড মঞ্জুর করেন বিচারক। এরপর রাজধানীর লালবাগ থানার শাওন সিকদার হত্যা মামলায় সাবেক এমপি সোলায়মান সেলিমকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেন আদালত।
মনির হত্যা মামলায় অভিযোগ, জুলাই গণঅভ্যুত্থানে গত বছরের ৫ অগাস্ট শাহবাগ থানার চানখারপুল এলাকায় ছাত্র-জনতার সঙ্গে আন্দোলনে অংশ নেন ক্ষুদ্র জুট ব্যবসায়ী মো. মনির। দুপুরে আসামিদের ছোড়া গুলিতে ঘটনাস্থলেই মারা যান তিনি। এ ঘটনায় ১৪ মার্চ শাহবাগ থানায় হত্যা মামলা করেন নিহতের স্ত্রী রোজিনা আক্তার।
শাওন সিকদার হত্যা মামলায় বলা হয়, জুলাই গণঅভ্যুত্থানে ২০২৪ সালের ১৯ জুলাই বিকালে রাজধানীর ইডেন কলেজের সামনে দিয়ে বাসায় ফেরার পথে গুলিবিদ্ধ হয়ে মারা যান শাওন। এ ঘটনায় চলতি বছরের ২১ জানুয়ারি লালবাগ থানায় শেখ হাসিনাসহ ৪০ জনকে আসামি করে মামলা করেন ইকবাল মজুমদার তৌহিদ।
আইনজীবী ড. শরীফ ভূঁইয়া জানান, “ত্রয়োদশ সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার গঠনের যে বিধান সংবিধানে অন্তর্ভুক্ত করা হয়েছে তার একটি ৫৮’র সি ধারা, যেখানে বলা আছে, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা গঠিত হবে সংসদ ভেঙে দেয়ার পনের দিনের মধ্যে। অর্থাৎ তত্ত্বাবধায়ক সরকার গঠন করতে হলে এটা শুধুমাত্র সংসদ ভেঙে ..
১ ঘণ্টা আগেগত অগাস্টে নিম্ন মাধ্যমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি প্রবীধানমালা-২০২৪ সংশোধন করে ম্যানেজিং কমিটি এবং গভর্নিং বডির সভাপতি পদে শুধু সরকারি কর্মকর্তাদের জন্য সংরক্ষণ করে প্রজ্ঞাপন জারি করেছিল অন্তবর্তীকালীন সরকার।
১ ঘণ্টা আগেজুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলার আসামি পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন নিজের অপরাধ গোপন করে অন্যের ঘাড়ে বন্দুক রেখে বাঁচার জন্য অ্যাপ্রুভার হয়েছেন।
৪ ঘণ্টা আগেআবেদনে বলা হয়, সেলিম প্রধান দেশের মানুষের নিরাপত্তা বিঘ্ন ঘটানো ও বিশৃঙ্খলা সৃষ্টি প্রয়াসে একটি নিষিদ্ধ ঘোষিত সংগঠনের অর্থযোগানদাতা, পরামর্শদাতা ও নির্দেশদাতা হিসেবে সক্রিয়ভাবে দেশবিরোধী প্রচারণায় অংশগ্রহণ করে। সে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সক্রিয় সদস্য বলে প্রাথমিক তদন্তে জানা গেছে।
৫ ঘণ্টা আগে