সাবেক এমপি বেনজীরের ফ্ল্যাট-প্লটসহ জমি জব্দ, ব্যাংক হিসাব অবরুদ্ধ

স্টাফ রিপোর্টার
প্রকাশ : ২৫ জুন ২০২৫, ১৭: ৪৮

ঢাকা-২০ আসনের সাবেক সংসদ সদস্য বেনজির আহমেদের চারটি ফ্ল্যাট ও একটি প্লটসহ ১৯৩ শতাংশ জমি জব্দের আদেশ দিয়েছেন আদালত। পাশাপাশি তিনটি প্রতিষ্ঠানের শেয়ার, একটি গাড়ি ও নয়টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করার আদেশ দিয়েছেন আদালত। একই সাথে তার স্ত্রী সাহিনা বেগমের নামে থাকা একটি কম্পানির শেয়ার, তিনটি ব্যাংক হিসাব অবরুদ্ধ করেন বিচারক।

বিজ্ঞাপন

বুধবার ঢাকার মহানগর সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিব এ আদেশ দেন।

এদিন দুদকের উপসহকারী পরিচালক মোহাম্মদ জুলফিকার তাদের এসব স্থাবর ও অস্থাবর সম্পদ জব্দ চেয়ে আবেদন করেন। শুনানি শেষে তা মঞ্জুর করেন আদালত।

বেনজিরের আবেদনে বলা হয়, সংসদ সদস্যের দায়িত্বে থেকে ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে জ্ঞাত আয়ের উৎসের সাথে অসঙ্গতিপূর্ণ ১৭ কোটি ৯৯ লাখ ৫২ হাজার ৯৬১ টাকা মূল্যের স্থাবর ও অস্থাবর সম্পদ অর্জন করে ভোগ দখলে করেছেন বেনজির। তার স্বার্থ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নামীয় ১১টি ব্যাংক হিসাবের মাধ্যমে ৪২ কোটি ৪৬ লাখ ৯৭ হাজার ৯৮৯ টাকা জমা এবং ৪১ কোটি ৯৫ লাখ ১০ হাজার ২৬৬ টাকা উত্তোলনসহ মোট ৮৪ কোটি ৪২ লাখ ৮ হাজার ২৫৫ টাকার সন্দেহজনক লেনদেন করেন। এসব অভিযোগে তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। মামলার তদন্তে জানা যায়, বেনজীর এসব সম্পদ অন্যত্র বিক্রয় বা হস্তান্তর, স্থানান্তর বা বেহাত করার চেষ্টা করছেন। এসব কারণে তার স্থাবর সম্পদ জব্দ এবং অস্থাবর সম্পদ অবরুদ্ধ করা প্রয়োজন।

তার স্ত্রী সাহিনার আবেদনে বলা হয়,সাহিনা আহমদ ও বেনজীর আহমদ পরস্পর যোগসাজশে অসাধু উপায়ে এবং জ্ঞাত আয়ের উৎসের সাথে অসঙ্গতিপূর্ণ ৯৭ কোটি ৪৭ লাখ ৩৮৫ টাকার সম্পদের মালিকানা অর্জন ও ভোগ দখলে রাখেন। এ নিয়ে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। মামলাটি তদন্তকালে তথ্য পাওয়া গেছে, আসামি অসাধু উপায়ে অর্জিত ও জ্ঞাত আয়ের উৎসের সাথে অসঙ্গতিপূর্ণ সম্পদ অন্যত্র বিক্রয় বা হস্তান্তর, স্থানান্তর বা বেহাত করার প্রচেষ্টায় রয়েছেন। তাই তার নিজ নামে ব্যাংক হিসাবে থাকা অস্থাবর সম্পদ অবরুদ্ধ করা আবশ্যক।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত