বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় রামপুরা এলাকায় একটি ভবনের কার্নিশে ঝুলে থাকা ছাত্রকে গুলি ও দুইজনকে হত্যা মামলায় প্রসিকিউশনের তদন্ত প্রতিবেদন আনুষ্ঠানিকভাবে জমা দেয়া হয়েছে।
বৃহস্পতিবার সকালে এ প্রতিবেদন ট্রাইব্যুনালে জমা দেয়া হয়। এ মামলায় ৫ জনকে অভিযুক্ত করা হয়েছে।
এ মামলায় অভিযুক্তরা হলেন- ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর, ডিএমপির খিলগাঁও অঞ্চলের সাবেক এডিসি মো. রাশেদুল ইসলাম, রামপুরা থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মশিউর রহমান, রামপুরা থানার সাবেক এসআই তারিকুল ইসলাম ভূঁইয়া ও রামপুরা পুলিশ ফাঁড়ির সাবেক এএসআই চঞ্চল চন্দ্র সরকার।

