আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

কার্নিশে ঝুলে থাকা ছাত্রকে গুলি, আনুষ্ঠানিক অভিযোগ দাখিল

আমার দেশ অনলাইন
কার্নিশে ঝুলে থাকা ছাত্রকে গুলি, আনুষ্ঠানিক অভিযোগ দাখিল

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় রামপুরা এলাকায় একটি ভবনের কার্নিশে ঝুলে থাকা ছাত্রকে গুলি ও দুইজনকে হত্যা মামলায় প্রসিকিউশনের তদন্ত প্রতিবেদন আনুষ্ঠানিকভাবে জমা দেয়া হয়েছে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার সকালে এ প্রতিবেদন ট্রাইব্যুনালে জমা দেয়া হয়। এ মামলায় ৫ জনকে অভিযুক্ত করা হয়েছে।

এ মামলায় অভিযুক্তরা হলেন- ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর, ডিএমপির খিলগাঁও অঞ্চলের সাবেক এডিসি মো. রাশেদুল ইসলাম, রামপুরা থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মশিউর রহমান, রামপুরা থানার সাবেক এসআই তারিকুল ইসলাম ভূঁইয়া ও রামপুরা পুলিশ ফাঁড়ির সাবেক এএসআই চঞ্চল চন্দ্র সরকার।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন