ওয়াসিম হত্যা মামলা

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ফজলে করিম চৌধুরী

আমার দেশ অনলাইন
প্রকাশ : ০৭ জুলাই ২০২৫, ১০: ১১
আপডেট : ০৭ জুলাই ২০২৫, ১২: ৫৮

জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে চট্টগ্রামের ওয়াসিম হত্যা মামলায় চট্টগ্রাম-৬ রাউজান আসনের সাবেক সংসদ সদস্য এ বি এম ফজলে করিম চৌধুরীকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দেওয়া হয়েছে।

সোমবার সকালে প্রিজনভ্যানে করে কারাগার থেকে ট্রাইব্যুনালে তাকে হাজির করা হয়। ট্রাইব্যুনালে তার তদন্তের অগ্রগতির বিষয়ে শুনানি হওয়ার কথা রয়েছে।।

গত বছরের ১২ সেপ্টেম্বর, ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্ত এলাকা থেকে অবৈধভাবে ভারতে পালানোর চেষ্টাকালে ফজলে করিম চৌধুরীকে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) আটক করে। পরে তাকে চট্টগ্রামে নিয়ে যাওয়া হয়। তার বিরুদ্ধে চট্টগ্রামের বিভিন্ন থানায় হত্যা, অপহরণ, মুক্তিপণ আদায়, হত্যাচেষ্টা, অস্ত্র দিয়ে ফাঁসানো, জমি দখলসহ মোট ১০টি মামলা রয়েছে।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত