সাবেক বিজিবি প্রধান সাফিনুল ও তার স্ত্রীর ৮টি ব্যাংক হিসাব অবরুদ্ধ

বিশেষ প্রতিনিধি
প্রকাশ : ১৯ মে ২০২৫, ১৮: ০৪

বিজিবির সাবেক মহাপরিচালক অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মো. সাফিনুল ইসলাম ও তার স্ত্রী সোমা ইসলামের নামে থাকা আরো আট ব্যাংক হিসাব অবরুদ্ধ করার আদেশ দিয়েছেন আদালত।

বিজ্ঞাপন

সোমবার ঢাকার সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিব এ আদেশ দেন।

দুদক জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বলেন, এদিন দুদকের উপপরিচালক মনিরুল ইসলাম তাদের ব্যাংক হিসাব অবরুদ্ধ চেয়ে আবেদন করেন। শুনানি শেষে তা মঞ্জুর করেন আদালত।

দুদকের আবেদনে বলা হয়, সাফিনুল ইসলাম ও তার স্ত্রী সোমা ইসলাম ক্ষমতার অপব্যবহার করে অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধান করছে দুদক। অনুসন্ধানকালে তাদের নামে থাকা কয়েকটি ব্যাংক হিসাব সন্ধান পাওয়া গেছে। এসব হিসাব থেকে অর্থ স্থানান্তর বা হস্তান্তর করার চেষ্টা চলছে বলে গোপন সূত্রে জানতে পেরেছে দুদক। এসব একাউন্টে থাকা অর্থ বেহাত হওয়ার আগেই অবরুদ্ধ করা প্রয়োজন।

এর আগে গত ২৩ এপ্রিল সাফিনুল ইসলাম, সোমা ইসলাম ও তাদের ছেলে সামিন ইসলামের নামে থাকা ৫৬টি ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দেয় একই আদালত। এসব হিসাবে তাদের ১০ কোটি ৮০ লাখ ২৮ হাজার ২৫৩ টাকা রয়েছে।

এরপর গত ১৩ মার্চ সাফিনুল ইসলাম ও তার স্ত্রী সোমা ইসলামের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করে বিচারক। জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ তদন্তের জন্য ৯ মে তাদের জিজ্ঞাসাবাদ করে দুদক।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিষয়:

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত