ফৌজদারি কার্যবিধি, ১৮৯৮ (কোড অফ ক্রিমিনাল প্রসিডিউর, ১৮৯৮) সময়োপযোগী করার লক্ষ্যে আইন ও বিচার বিভাগ কর্তৃক 'কোড অফ ক্রিমিনাল প্রসিডিউর (সেকেন্ড অ্যামিনেমন) অর্ডিনেন্স, ২০২৫' শীর্ষক প্রাথমিক খসড়া প্রস্তুত করা হয়েছে।
প্রাথমিক খসড়া চূড়ান্তকরণে সর্বসাধারণের মতামতের জন্য প্রাথমিক খসড়াটি বুধবার (২ জুলাই) আইন ও বিচার বিভাগের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।
আগামী ০৭ জুলাই ২০২৫ তারিখের মধ্যে section8.justice@gmail.com ই-মেইল ঠিকানায় অথবা সিনিয়র সহকারী সচিব, বিচার শাখা-৮, আইন ও বিচার বিভাগ, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়, বাংলাদেশ সচিবালয়, ঢাকা ঠিকানায় উক্ত খসড়ার বিষয়ে মতামত প্রেরণ করা যাবে।
মতামত প্রদানের সুবিধার্থে কোড অফ ক্রিমিনাল প্রসিডিউর (সেকেন্ড অ্যামিনেমন ) অর্ডিনেন্স, ২০২৫-এর প্রাথমিক খসড়াটি এর সঙ্গে সংযুক্ত করা হলো।
সংযুক্তি: কোড অফ ক্রিমিনাল প্রসিডিউর (সেকেন্ড অ্যামিনেমন) অর্ডিনেন্স, ২০২৫-এর প্রাথমিক খসড়া।

