বনশ্রীতে স্বর্ণ ডাকাতি: গ্রেপ্তার ৬ জন ৩ দিনের রিমান্ডে

স্টাফ রিপোর্টার
প্রকাশ : ০৯ মার্চ ২০২৫, ১৬: ১৮

রাজধানীর বনশ্রীতে ব্যবসায়ীকে গুলি করে স্বর্ণ ডাকাতির ঘটনায় গ্রেপ্তার ৬ জন প্রত্যেকে ৩ দিন করে রিমান্ডে নেয়ার আদেশ দিয়েছেন আদালত।

বিজ্ঞাপন

রোববার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুব আলমের আদালত এ আদেশ দেন।

এদিন তাদের আদালতে হাজির করে ১০দিনের রিমান্ডে নেয়ার আবেদন করে তদন্ত কর্মকর্তা। এসময় রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন জানান আসামিপক্ষের আইনজীবীরা। অপরদিকে জামিন নামঞ্জুর করে রিমান্ডের পক্ষে যুক্তি তুলে ধরেন রাষ্ট্রপক্ষের কৌঁসুলি। উভয় পক্ষের শুনানি শেষে তাদের প্রত্যেকের তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেন আদালত।

গত ৮ মার্চ রাজধানীর বনশ্রীতে স্বর্ণ ব্যবসায়ীকে গুলি করে স্বর্ণ ডাকাতির ঘটনায় ৬ জনকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা বিভাগ (ডিবি)। এসময় গ্রেপ্তারকৃতদের কাছ থেকে লুট হওয়া ২০০ ভরি সোনা ও অস্ত্র উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তারকৃত ডাকাতদের নামে একাধিক মামলা রয়েছে। গ্রেপ্তার আমিনুল ইসলাম নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা এবং শ্রমিকদলের নেতা সুমন মোল্লা।

মামলায় অভিযোগ, গত ২৩ ফেব্রুয়ারি রাতে বনশ্রী এলাকায় নিজ বাসার সামনে স্বর্ণ ব্যবসায়ী আনোয়ারুল ইসলামকে গুলি ও ছুরিকাঘাত করে সোনা ও টাকা ছিনিয়ে নেয় একদল সশস্ত্র দুর্বৃত্ত। ভুক্তভোগী আনোয়ারুল ইসলাম অলংকার জুয়েলার্স-এর মালিক। ঘটনার দিন আনোয়ারুল প্রায় ২০০ ভরি সোনা ও নগদ লাখ টাকা নিয়ে বাড়ি ফিরছিলেন। একটি অজ্ঞাত দল প্রথমে আনোয়ারুল ইসলামের স্বর্ণ ও টাকা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। তিনি প্রতিরোধ করলে লাল হেলমেট পরা এক ব্যক্তি তাকে গুলি করে, আরেকজন ছুরিকাঘাত করে সবকিছু নিয়ে যায়।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত