আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

প্রধান নির্বাচন কমিশনারের বিরুদ্ধে আদালত অবমাননার রুল

স্টাফ রিপোর্টার

প্রধান নির্বাচন কমিশনারের বিরুদ্ধে আদালত অবমাননার রুল

আদালতের আদেশ অমান্য করায় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের বিরুদ্ধে কেন শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট।

বিজ্ঞাপন

রোববার বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মো. আসিফ হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করে।

জানা যায়, ‘কৃষক শ্রমিক জনতা পার্টি’ নামে একটি রাজনৈতিক দল নিবন্ধনের জন্য সিইসি বরাবর আবেদন করেছিলেন অ্যাডভোকেট ইউনুছ আলী আকন্দ। ওই আবেদন নিষ্পত্তি না করায় তিনি আদালতের শরণাপন্ন হন। পরে আদালত এ বিষয়ে আদেশ দেন। সেই আদেশ প্রতিপালন না করায় আদালত অবমাননার অভিযোগে এ রুল জারি করা হয়।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...