গাড়ি পোড়ানোর মামলায় আব্বাসসহ বিএনপির ১৬৭ নেতাকর্মীকে অব্যাহতি

স্টাফ রিপোর্টার
প্রকাশ : ১৩ অক্টোবর ২০২৫, ১৭: ৪৩

সাত বছর আগে সরকারি কাজে বাধা ও গাড়ি পোড়ানোর অভিযোগে রাজধানীর পল্টন থানায় দায়ের করা মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ, মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাসসহ দলটির ১৬৭ নেতাকর্মীকে অব্যাহতি দিয়েছেন আদালত।

বিজ্ঞাপন

সোমবার ঢাকা মহানগর দায়রা জজ সাব্বির ফয়েজের আদালত পুলিশের দেওয়া চূড়ান্ত প্রতিবেদন গ্রহণ করে তাদের অব্যাহতির এ আদেশ দেন।

অব্যাহতি পাওয়া উল্লেখযোগ্য আসামিরা হলেন, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা কফিল উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুর রশিদ হাবিব, মিডিয়া উইংয়ের শামসুদ্দিন দিদার, নির্বাহী কমিটির সদস্য আমুনুল ইসলাম, নির্বাহী কমিটির সদস্য নিপুন রায়, যুবদলের সভাপতি রফিকুল ইসলাম মনজু, ঢাকা দক্ষিণের ছাত্রদলের সভাপতি জহির উদ্দিন তুহিনসহ প্রমুখ।

মির্জা আব্বাসের আইনজীবী মহি উদ্দিন চৌধুরী বিষয়টি নিশ্চিত করে বলেন, মির্জা আব্বাস ও আফরোজা আব্বাস এ মামলায় জামিন ছিলেন। তদন্ত শেষে আসামিদের বিরুদ্ধে অভিযোগের সত্যতা না পাওয়ায় এ মামলার দায় হতে আসামিদের অব্যাহতির সুপারিশ করে আদালতে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করে পুলিশ। আদালত প্রতিবেদন গ্রহণ করে অভিযোগের দায় থেকে আসামিদের অব্যাহতির আদেশ দেন।

মামলা সূত্রে জানা যায়, ২০১৮ সালের ১৪ নভেম্বর বিএনপি নেত্রী আফরোজা আব্বাসের নেতৃত্বে একটি মিছিল ফকিরাপুলের দিক থেকে ব্যান্ডপার্টি, ব্যানার ও ফেস্টুন নিয়ে শো-ডাউন করতে করতে নয়াপল্টনে অবস্থিত বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আসে। পরে নবী উল্লাহ নবী ও কফিল উদ্দিনের নেতৃত্বে আরও দুটি মিছিল ব্যানার ও ফেস্টুনসহ একই দিক থেকে শো-ডাউন করে আসে। তারা নয়াপল্টনস্থ ভিআইপি রোডে মিছিল ও শো-ডাউন করে রাস্তা বন্ধ করে দেয়। এতে যান চলাচল বন্ধ হয়ে সাধারণ মানুষের ভোগান্তি সৃষ্টি করে। পুলিশ তাদের রাস্তার এক পাশ ছেড়ে দিয়ে যানবাহন চলাচল স্বাভাবিক রাখতে ও জনদুর্ভোগ না ঘটাতে অনুরোধ করলে তারা পুলিশের প্রতি ক্ষিপ্ত হয়।

এসময় পূর্ব-পরিকল্পিতভাবে মির্জা আব্বাসের নেতৃত্বে আসামিরা অবৈধ জনতাবদ্ধ হয়ে বিএনপি অফিস থেকে লাঠিসোটা হাতে বেরিয়ে এসে পুলিশের একটি সরকারি ডাবল কেবিন পিকআপে আগুন দেয়। এতে আনুমানিক ৬০ লাখ টাকার ক্ষতি হয়।

তারা পুলিশের ওপর আক্রমণ চালায়, সরকারি কাজে বাধা দেয় এবং পুলিশকে হত্যার উদ্দেশ্যে ইচ্ছাকৃতভাবে অতর্কিতে ইটপাটকেল নিক্ষেপ করে।

এ ঘটনায় পল্টন থানার উপ-পরিদর্শক মো. আল আমিন বাদী হয়ে মামলা দায়ের করেন।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত