আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

হাদি হত্যা মামলা

ফয়সালের সহযোগী কবির আবারও রিমান্ডে

স্টাফ রিপোর্টার

ফয়সালের সহযোগী কবির আবারও রিমান্ডে

ইনকিলাব মঞ্চের শহীদ শরীফ ওসমান হাদিকে গুলি করে হত্যার ঘটনায় করা মামলায় প্রধান সন্দেহভাজন আসামি ফয়সাল করিম মাসুদ ওরফে রাহুল দাউদের ঘনিষ্ট সহযোগী কবিরের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

মঙ্গলবার ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সেফাতুল্লাহ'র আদালত তার এই রিমান্ড মঞ্জুর করেন।

বিজ্ঞাপন

এদিন তাকে সাত দিনের রিমান্ড শেষে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার সুষ্ঠু তদন্তের জন্য তাকে আবারও সাত দিনের রিমান্ডে নিতে আবেদন করেন তদন্তকারী কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক ফয়সাল আহমেদ।

শুনানিতে তিনি আদালতকে বলেন, ফয়সালের সাথে এ আসামি একাদিকবার হাদির অফিসে যায়। হত্যায় ব্যবহৃত মোটরসাইকেলের মালিক কবির। তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। অনেক গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে। আরও তথ্য বাকি আছে। কিছু তথ্য এড়িয়ে গেছে।

রাষ্ট্রপক্ষে ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী রিমান্ডের পক্ষে যুক্তি তুলে ধরেন। তিনি বলেন, এ আসামি ফয়সালের সাথে কয়েকবার হাদির কালচারাল সেন্টারে যায়। আর যে মোটর সাইকেল ব্যবহৃত হয়েছে, সেটা তার নামে কেনা।

ফয়সালের সাথে তার ঘনিষ্ঠ সম্পর্কে আছে। দুইটি বিষয় সামনে রেখে হাদি হত্যা মামলার তদন্ত চলছে। যদিও এখনো নিশ্চিত হওয়া যায়নি প্রধান আসামি ফয়সাল দেশ ছেড়ে পালিয়ে গেছে। হয়তো আসামি দেশেই আছে। অনেক সময় আসল ঘটনা পাশ করানোর জন্য নতুন ঘটনার সৃষ্টি করা হয়। সুতরাং তার বাহিরে থাকা বা ভেতরে থাকা দুটো বিষয় মাথায় রেখেই তদন্ত হচ্ছে ।

রাষ্ট্রপক্ষের এ আইনজীবী বলেন, শুধু দেশ নয়, সারা পৃথিবীর মানুষের মনে এ হত্যার ঘটনা দাগ কেটে গেছে। সরকারের দায়িত্ব আসল খুনী বের করা। তার সাত দিনের রিমান্ড মঞ্জুরের প্রার্থণা করছি।

কবিরের পক্ষে কোনো আইনজীবী ছিলেন না। আদালত তার কোনো বক্তব্যও শোনেননি। পরে আদালত তার পাঁচ দিনের রিমান্ডের আদেশ দেয়।

এর আগে ১৬ ডিসেম্বর ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসিবুজ্জামান তার এ মামলায় সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...