আগামীকাল বিসিবি নির্বাচনে বাধা নেই: আদালত

স্টাফ রিপোর্টার
প্রকাশ : ০৫ অক্টোবর ২০২৫, ১৮: ৪৩

আইনি জটিলতা কেটে যাওয়ায় তফসিল অনুযায়ী আগামীকাল সোমবার (৬ অক্টোবর) বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচন অনুষ্ঠিত হতে কোনো বাধা নেই। দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে আপিল বিভাগের চেম্বার আদালত রোববার এক আদেশে হাইকোর্টের দেওয়া স্থগিতাদেশই বহাল রেখেছেন। এর ফলে, বিসিবি সভাপতি আমিনুল ইসলামের জারি করা ১৮ সেপ্টেম্বরের চিঠিটি বহাল থাকল।

চেম্বার বিচারপতি ফারাহ মাহবুব হাইকোর্টের আদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা আবেদনের শুনানি শেষে এই আদেশ দেন। শুনানির সময় রিট আবেদনকারীর পক্ষ থেকে নির্বাচন স্থগিতের আরজি জানানো হলেও আদালত তা নাকচ করে দেন। আদালত বলেন, “নির্বাচনে স্থগিতাদেশ দিচ্ছি না। নির্বাচন হওয়া উচিত। নির্বাচন হোক।”

বিজ্ঞাপন

বিসিবি সভাপতি আমিনুল ইসলাম গত ১৮ সেপ্টেম্বর এক চিঠিতে কাউন্সেলর মনোনয়নের পুরোনো ফরম বাতিল করে নতুন ফরম পূরণের নির্দেশ দিয়েছিলেন। এই চিঠির বৈধতা চ্যালেঞ্জ করে কয়েকজন কাউন্সেলর ২২ সেপ্টেম্বর হাইকোর্টে রিট করলে আদালত চিঠির কার্যকারিতা স্থগিত করেন। পরে রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে চেম্বার আদালত সেই স্থগিতাদেশ স্থগিত করে দেন।

আজকের আদেশের ফলে আইনজীবীরা নিশ্চিত করেছেন যে, বিসিবি নির্বাচন অনুষ্ঠানের ক্ষেত্রে সকল আইনি জটিলতা দূর হয়েছে।

আদালতে রাষ্ট্রপক্ষে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আরশাদুর রউফ ও অনীক আর হক শুনানি করেন। সঙ্গে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল আবদুল্যাহ আল মাহমুদ।

অন্যদিকে রিট আবেদনকারীদের পক্ষে জ্যেষ্ঠ আইনজীবী মো. রুহুল কুদ্দুস ও আইনজীবী কায়সার কামাল শুনানিতে অংশ নেন। সঙ্গে ছিলেন আইনজীবী মো. শফিকুল ইসলাম। বিসিবির পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী মাহিন এম রহমান।

সাব-জেলে অভিযুক্ত সেনা কর্মকর্তারা, সরকারের কাছে যে আহ্বান জানালেন ব্যারিস্টার আরমান

অসদাচারণের দায়ে টঙ্গী পাইলট স্কুলের ভারপ্রাপ্ত অধ্যক্ষকে শোকজ

জরুরি অবস্থা জারি করলেন পেরুর প্রেসিডেন্ট

গুম-খুনে জড়িত ১৫ সেনা কর্মকর্তা চাকরিচ্যুত। ট্রাইব্যুনালে হাজির। সাবজেলে প্রেরণ

এবার ১ টাকায় গরুর মাংস বিতরণের ঘোষণা সেই এমপি প্রার্থীর

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত