হাসিনা কামাল মামুনের বিরুদ্ধে অভিযোগ গঠনের প্রসিকিউশনের শুনানি শেষ

স্টাফ রিপোর্টার
প্রকাশ : ০১ জুলাই ২০২৫, ১২: ০৭
আপডেট : ০১ জুলাই ২০২৫, ১৪: ১১
ফাইল ছবি

জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে হত্যার ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে অভিযোগ গঠনের প্রসিকিউশনের শুনানি শেষ হয়েছে। আগামী ৭ জুলাই সোমবার আসামিপক্ষের শুনানির জন্য পরবর্তী দিন ধার্য করেছে ট্রাইব্যুনাল।

বিজ্ঞাপন

মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল-১ পরবর্তী শুনানির দিন ধার্য করেন।

আজ বেলা ১১টা ৫০ মিনিটে ট্রাইব্যুনালে-১ এ শেখ হাসিনার অভিযোগ গঠনের শুনানি শুরু হয়। চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম শুনানির অবতারণা করেন। আসামিদের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী আমির হোসেন উপস্থিত ছিলেন।

গত ১ জুন শেখ হাসিনাসহ ৩ জনের বিরুদ্ধে ৫টি অভিযোগ আমলে নেয় ট্রাইব্যুনাল। মামলার অপর দুই আসামি হলেন- আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী মামুন। একইসঙ্গে এই মামলায় শেখ হাসিনা ও আসাদুজ্জামান কামালের বিরুদ্ধে নতুন করে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত