আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

মাদক মামলায় মডেল পিয়াসা খালাস

স্টাফ রিপোর্টার

মাদক মামলায় মডেল পিয়াসা খালাস

রাজধানীর গুলশান থানার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের করা মামলা থেকে খালাস পেয়েছেন মডেল ফারিয়া মাহবুব পিয়াসা।

মঙ্গলবার ঢাকার চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ তারেক এজাজের আদালত তাকে খালাস প্রদান করেন।

বিজ্ঞাপন

আদালতের বেঞ্চ সহকারী সাইদুর রহমান এ তথ্য নিশ্চিত করে বলেন, মাদক মামলায় ফারিয়া মাহবুব পিয়াসাকে খালাস দিয়েছেন আদালত। তবে এদিন তার অনুপস্থিতিতে আদালত তাকে খালাস দেন।

২০২১ সালের ১ আগস্ট পিয়াসাকে রাজধানীর বারিধারার বাসা থেকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। ওই সময় তার বাসা থেকে ৭৮০ পিস ইয়াবা, আট বোতল বিদেশি মদ ও চার ক্যান বিয়ার জব্দ করে। ওই ঘটনায় তার বিরুদ্ধে গুলশান থানায় মাদক মামলা দায়ের করা হয়।

এরপর ২০২১ সালের ২৮ সেপ্টেম্বর ফারিয়া মাহবুব পিয়াসার বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেন সিআইডি। ২০২৩ সালের ১১ জানুয়ারি পিয়াসার বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরু হয়। এ মামলায় আদালত ১৪ জনের সাক্ষ্য নেয়া হয়।

এমএস

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন