‘চুপ থাকো’, আদালতে ছাগলকাণ্ডের মতিউরকে ধমক দিয়ে যা বললেন স্ত্রী

আমার দেশ অনলাইন
প্রকাশ : ১৪ সেপ্টেম্বর ২০২৫, ২০: ৪৪

ছাগলকাণ্ডে আলোচিত জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক সদস্য মতিউর রহমান এবং তার স্ত্রী নরসিংদীর রায়পুরা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান লায়লা কানিজকে দুর্নীতি মামলায় এক দিনের রিমান্ডে নেয়ার আদেশ দিয়েছেন আদালত।

রোববার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মনিরুল ইসলামের আদালত এ আদেশ দেন।

বিজ্ঞাপন

এদিন কারাগার থেকে তাদের দু'জনকে আদালতে হাজির করা হয়। বেলা ২টা ৩৫ মিনিটে তাদের এজলাসে উঠানো হলে শুরু হয় রিমান্ড শুনানি। এ সময় দুদকের পাবলিক প্রসিকিউটর মো. তরিকুল ইসলাম রিমান্ডের পক্ষে শুনানি করেন। আসামিপক্ষে আইনজীবী ওয়াহিদুজ্জামান রিমান্ড বাতিল চেয়ে শুনানি করেন। উভয় পক্ষের শুনানি শেষে রিমান্ড মঞ্জুরের ওই আদেশ দেন বিচারক।

রিমান্ড শুনানির সময় মতিউর রহমান আদালতের কাছে কিছু বলতে চাইলে তার স্ত্রী লায়লা কানিজ ধমক দিয়ে বলেন, ‘চুপ থাকো তুমি, তোমার জন্য এসব হয়েছে!’ এরপরে মতিউর রহমান আর আদালতে কিছু বলেননি।

এ বিষয়ে মতিউর রহমানের আইনজীবী জানান, আদালতের কাছে আসামি মতিউর রহমান কিছু বলতে চাইলে তার স্ত্রী লায়লা কানিজ তাকে ধমক দেন।

এর আগে গত ১৩ আগস্ট মামলার তদন্ত কর্মকর্তা দুদকের উপসহকারী পরিচালক সাবিকুন নাহার তাদের জিজ্ঞাসাবাদের জন্য তিন দিনের রিমান্ডে নিতে আবেদন করেন। পরে তাদের উপস্থিতিতে রিমান্ড শুনানির জন্য রোববার দিন ধার্য করেন আদালত।

মামলায় অভিযোগ, গত ৬ জানুয়ারি ২ কোটি ৪৫ লাখ টাকা গোপন ও ৫৩ কোটি ৪১ লাখ টাকার বেশি অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা করে দুদক।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত