শাবিপ্রবিতে চালু হচ্ছে অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগ

প্রতিনিধি, শাবিপ্রবি
প্রকাশ : ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ১৬: ৩১
আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ১৯: ৫২

দেশের সরকারি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে প্রথম অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগ চালু করা হবে বলে মন্তব্য করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এম সরওয়ার উদ্দিন চৌধুরী।

বিজ্ঞাপন

শুক্রবার ৩৫তম বিশ্ববিদ্যালয় দিবসে এসব মন্তব্য করেন তিনি। এর আগে বিশ্ব বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষ্যে সকাল ১০টায় প্রশাসনিক ভবনের সামনে জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয় পতাকা উত্তোলন,বেলুন উড়ানো ও আনন্দ শোভাযাত্রা করা হয়। পরবর্তীতে কেক কাটার মাধ্যমে বিশ্ববিদ্যালয় দিবসের কার্যক্রম সমাপ্ত করা হয়।

এসময় উপাচার্য অধ্যাপক ড. এ এম সরওয়ার উদ্দিন চৌধুরী বলেন, দেশের সরকারি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে শাবিপ্রবিতে প্রথম অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগ চালু করার সিদ্ধান্ত আমরা নিয়েছি। এছাড়া ফার্মেসি, মাইক্রোবায়োলজি, বোটানি, জিওলজি,আইইয়ার বিভাগ চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।তিনি আরও বলেন, আমাদের এই ৩৫ বছর বয়সী বিশ্ববিদ্যালয়কে সত্যিকার অর্থে একটি সেন্টার অফ এক্সিলেন্স হিসেবে গড়ে তুলতে হবে। এর মাধ্যমে যেন এই বিশ্ববিদ্যালয়ের সাথে সংশ্লিষ্ট সকলে, এই অঞ্চলের এবং দেশের মানুষ গর্ব করতে পারে। আমরা বিশ্ববিদ্যালয়টিকে শিক্ষা ও গবেষণা নির্ভর করে গড়ে তুলব।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মকর্তা কর্মচারীদেরদের সন্তানদের শিক্ষার ভালো পরিবেশ তৈরি করার জন্য শাহজালাল বিশ্ববিদ্যালয় স্কুল এন্ড কলেজকে এডুকেশন এন্ড রিসার্চের একটা ল্যাবরেটরিতে রূপান্তর করার কথাও বলেন তিনি।

এসময় আরও উপস্থিত ছিলেন,বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সাজেদুল করিম, উদ্‌যাপন কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মোহাম্মদ ইকবাল, বিভিন্ন অনুষদের ডিন, ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক, রেজিস্ট্রার, বিভাগীয় প্রধান, হল প্রভোস্ট, বিভিন্ন দপ্তরের প্রধান, শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরাবৃন্দ।

এমএস

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত