প্রতিনিধি, বাকৃবি
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) একাডেমিক কার্যক্রম ১৭ দিন ধরে বন্ধ। গত ৩১ আগস্ট বিশ্ববিদ্যালয়ে কম্বাইন্ড (বি.এসসি ইন ভেট অ্যান্ড এএইচ) ডিগ্রির দাবিতে আন্দোলনকারীদের ওপর বহিরাগতরা হামলার পর বিশ্ববিদ্যালয় প্রশাসন অনির্দিষ্টকালের জন্য ক্লাস ও পরীক্ষা স্থগিত ঘোষণা করে।
ফলে ১ সেপ্টেম্বর থেকে বিশ্ববিদ্যালয়ের ছয়টি অনুষদ এবং একটি ইনস্টিটিউটে ক্লাস ও পরীক্ষা বন্ধ হয়ে যায়। তবে বিশ্ববিদ্যালয়ের অফিস ও প্রশাসনিক কার্যক্রম চালু রয়েছে।
জানা যায়, বিশ্ববিদ্যালয়ে ক্লাস-পরীক্ষা পুনরায় চালুর বিষয়ে শিক্ষার্থীরা উপাচার্য এবং ছাত্রবিষয়ক উপদেষ্টার সঙ্গে আলোচনা করলেও ফলপ্রসূ সমাধান হয়নি। এভাবে চলতে থাকলে দীর্ঘ সেশনজটের আশঙ্কা করছেন শিক্ষার্থীরা ।
বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের শিক্ষার্থী আব্দুল্লাহ আল মঈন বলেন, আন্দোলনকারীদের ওপর বহিরাগতদের হামলার পর দীর্ঘদিন বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম বন্ধ রাখা অত্যন্ত দুঃখজনক। যা বিশ্ববিদ্যালয়ের শিক্ষাবান্ধব পরিবেশকে ক্ষতিগ্রস্ত করছে। শিক্ষার্থীদের দাবিগুলো গণতান্ত্রিক উপায়ে উপস্থাপন যেমন প্রয়োজন, তেমনি বিশ্ববিদ্যালয় প্রশাসনেরও দায়িত্ব শিক্ষার্থীদের দাবি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা।
তিনি আরো বলেন, ক্যাম্পাসে বহিরাগতদের অনুপ্রবেশ নিয়ন্ত্রণ এবং শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা প্রশাসনের দায়িত্ব। দীর্ঘদিন ধরে ক্যাম্পাস বন্ধ থাকার কারণে সেশনজটের আশঙ্কা তৈরি হতে পারে, যা ভবিষ্যতে চাকরি জীবনে বিড়ম্বনা সৃষ্টি করবে।
ভেটেরিনারি অনুষদের শিক্ষার্থী আফছানা মৌ বলেন, ‘করোনার জন্য ইতোমধ্যে আমরা এক বছরের বেশি সময় পিছিয়ে আছি। এর মধ্যে আবার অনির্দিষ্টকালের জন্য বিশ্ববিদ্যালয় বন্ধ। এভাবে সেশনজট কোনোভাবেই যৌক্তিক নয়। দ্রুত শ্রেণিকক্ষে ফিরতে চান বলে তিনি জানান।
ছাত্রবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. শহীদুল হক বলেন, বিশ্ববিদ্যালয় খোলার জন্য শিক্ষক ও আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা চলমান রয়েছে। একাডেমিক সেশনজট যাতে তৈরি না হয় এবং কীভাবে দ্রুত সেমিস্টার শেষ করা যায় সেই বিষয়গুলো নিয়ে আলোচনা হচ্ছে।
আমরা চাই না শিক্ষার্থীরা দীর্ঘ সেমিস্টারের বিড়ম্বনায় পড়ুক। উদ্ভূত সংকট সমাধান করে প্রশাসন বিশ্ববিদ্যালয় খোলার ব্যাপারে ইতিবাচক। শিগগিরই একাডেমিক কার্যক্রম চালুর বিষয়ে জানানো হবে।
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) একাডেমিক কার্যক্রম ১৭ দিন ধরে বন্ধ। গত ৩১ আগস্ট বিশ্ববিদ্যালয়ে কম্বাইন্ড (বি.এসসি ইন ভেট অ্যান্ড এএইচ) ডিগ্রির দাবিতে আন্দোলনকারীদের ওপর বহিরাগতরা হামলার পর বিশ্ববিদ্যালয় প্রশাসন অনির্দিষ্টকালের জন্য ক্লাস ও পরীক্ষা স্থগিত ঘোষণা করে।
ফলে ১ সেপ্টেম্বর থেকে বিশ্ববিদ্যালয়ের ছয়টি অনুষদ এবং একটি ইনস্টিটিউটে ক্লাস ও পরীক্ষা বন্ধ হয়ে যায়। তবে বিশ্ববিদ্যালয়ের অফিস ও প্রশাসনিক কার্যক্রম চালু রয়েছে।
জানা যায়, বিশ্ববিদ্যালয়ে ক্লাস-পরীক্ষা পুনরায় চালুর বিষয়ে শিক্ষার্থীরা উপাচার্য এবং ছাত্রবিষয়ক উপদেষ্টার সঙ্গে আলোচনা করলেও ফলপ্রসূ সমাধান হয়নি। এভাবে চলতে থাকলে দীর্ঘ সেশনজটের আশঙ্কা করছেন শিক্ষার্থীরা ।
বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের শিক্ষার্থী আব্দুল্লাহ আল মঈন বলেন, আন্দোলনকারীদের ওপর বহিরাগতদের হামলার পর দীর্ঘদিন বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম বন্ধ রাখা অত্যন্ত দুঃখজনক। যা বিশ্ববিদ্যালয়ের শিক্ষাবান্ধব পরিবেশকে ক্ষতিগ্রস্ত করছে। শিক্ষার্থীদের দাবিগুলো গণতান্ত্রিক উপায়ে উপস্থাপন যেমন প্রয়োজন, তেমনি বিশ্ববিদ্যালয় প্রশাসনেরও দায়িত্ব শিক্ষার্থীদের দাবি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা।
তিনি আরো বলেন, ক্যাম্পাসে বহিরাগতদের অনুপ্রবেশ নিয়ন্ত্রণ এবং শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা প্রশাসনের দায়িত্ব। দীর্ঘদিন ধরে ক্যাম্পাস বন্ধ থাকার কারণে সেশনজটের আশঙ্কা তৈরি হতে পারে, যা ভবিষ্যতে চাকরি জীবনে বিড়ম্বনা সৃষ্টি করবে।
ভেটেরিনারি অনুষদের শিক্ষার্থী আফছানা মৌ বলেন, ‘করোনার জন্য ইতোমধ্যে আমরা এক বছরের বেশি সময় পিছিয়ে আছি। এর মধ্যে আবার অনির্দিষ্টকালের জন্য বিশ্ববিদ্যালয় বন্ধ। এভাবে সেশনজট কোনোভাবেই যৌক্তিক নয়। দ্রুত শ্রেণিকক্ষে ফিরতে চান বলে তিনি জানান।
ছাত্রবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. শহীদুল হক বলেন, বিশ্ববিদ্যালয় খোলার জন্য শিক্ষক ও আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা চলমান রয়েছে। একাডেমিক সেশনজট যাতে তৈরি না হয় এবং কীভাবে দ্রুত সেমিস্টার শেষ করা যায় সেই বিষয়গুলো নিয়ে আলোচনা হচ্ছে।
আমরা চাই না শিক্ষার্থীরা দীর্ঘ সেমিস্টারের বিড়ম্বনায় পড়ুক। উদ্ভূত সংকট সমাধান করে প্রশাসন বিশ্ববিদ্যালয় খোলার ব্যাপারে ইতিবাচক। শিগগিরই একাডেমিক কার্যক্রম চালুর বিষয়ে জানানো হবে।
ধর্ষণ ও নারী অবমাননার অভিযোগে এক শিক্ষার্থীর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা ও স্থায়ী বহিষ্কারের দাবিতে গতকাল মঙ্গলবার রাতে উত্তাল ছিল বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) ক্যাম্পাস। রাত ৯টা থেকে মধ্যরাত পর্যন্ত চলা এই বিক্ষোভে শত শত শিক্ষার্থী অংশ নেন। বিক্ষোভকারীদের দাবির মুখে রাতেই বিশ্ববিদ্যালয়
৭ ঘণ্টা আগেচট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা ছাত্রী সংস্থার সেক্রেটারি ও চাকসুর ছাত্রীকল্যাণ সম্পাদক নাহিমা আক্তার দীপা বলেছেন, বাংলাদেশে প্রতিনিয়ত নারী ও শিশু নির্যাতন-ধর্ষণের ঘটনা ঘটছে।
১০ ঘণ্টা আগেড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির চেয়ারম্যান ও বাংলাদেশ বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতির চেয়ারম্যান ড. মো. সবুর খান বলেছেন, আমাদের সমাজে ঐক্যের বড় অভাব। ঐক্যের অভাবে আমাদের সমাজ ও রাষ্ট্র এগুতে পারছে না।
২১ ঘণ্টা আগেচট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে জুলাই গণঅভ্যুত্থানের শহিদ মীর মুগ্ধের নামে দুটি সুপেয় পানির ফিল্টারের স্থাপন করেছে ছাত্রশিবির। মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের শহিদ মিনারে একটির উদ্বোধন করেন শাখা ছাত্রশিবির সভাপতি মোহাম্মদ আলী।
১ দিন আগে