তানযীমুল উম্মাহ গার্লস মাদ্রাসা, হালিশহর শাখার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন

ডেস্ক রিপোর্ট
প্রকাশ : ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ১২: ২১

জাতীয় ও আন্তর্জাতিক বিভিন্ন প্রতিযোগিতায় পুরস্কারপ্রাপ্ত তানযীমুল উম্মাহ ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত তানযীমুল উম্মাহ গার্লস মাদ্রাসা, হালিশহর শাখার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ২০২৫ সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) নগরীর ‘কিংজ স্পোর্টস এরেনা’ মাঠে আয়োজিত অনুষ্ঠানে বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতার কার্যক্রম পরিচালনা করা হয়। শিক্ষার্থীরা নানা ইভেন্টের প্রতিযোগিতায় স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে। এতে শিক্ষার্থীদের পাশাপাশি বিপুল পরিমাণ অভিভাবক-অভিভাবিকা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

শাখা প্রধান মোহাম্মদ শোয়াইবের সভাপতিত্বে ও শাখা সহকারী মোহাম্মদ নেজাম উদ্দিনের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রামের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দ মাহবুবুল হক।

বিশেষ অতিথি ছিলেন তানযীমুল উম্মাহ হিফয মাদ্রাসা, চট্টগ্রাম শাখার প্রিন্সিপাল এইচ এম বেলাল হোসেন, তানযীমুল উম্মাহ গার্লস হিফয মাদ্রাসা চট্টগ্রাম শাখার প্রিন্সিপাল এইচ এম শহীদুল্লাহ।

অনুষ্ঠানে আমিনুল হিফয হাফেজ আইয়ুবসহ মাদরাসার শিক্ষক-শিক্ষিকাবৃন্দ ও অভিভাবকমন্ডলী উপস্থিত ছিলেন।

ক্রীড়া প্রতিযোগিতা দুপুর ২টা থেকে শুরু হয়ে বিকাল ৫টায় সমাপ্ত হয়। এতে ২১ টি ইভেন্টে শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।

শাখা প্রধান মাওলানা মোহাম্মদ শোয়াইব সভাপতির সমাপনী বক্তব্যের মধ্যদিয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার কার্যক্রম সমাপ্তি ঘোষণা করেন।

উল্লেখ্য, তানযীমুল উম্মাহ ফাউন্ডেশন পরিচালিত ‘তানযীমুল উম্মাহ গার্লস মাদ্রাসা হালিশহর শাখা’ একটি আধুনিক ও মানসম্মত দ্বিনি শিক্ষাপ্রতিষ্ঠান। এখানে শিক্ষার্থীরা বর্তমান বিশ্বের চ্যালেঞ্জ মোকাবিলায় আধুনিক জ্ঞানের পাশাপাশি দ্বিনি জ্ঞানে ব্যুৎপত্তি অর্জনের সুযোগ লাভ করে।

শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশ সাধন, সুপ্ত প্রতিভা খুঁজে বের করার উদ্দেশ্যে প্রতিবছর ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করে তানযীমুল উম্মাহ।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিষয়:

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত