জবি ছাত্রদল নেতা জুবায়েদ হত্যার প্রতিবাদে দেশব্যাপী বিক্ষোভ আজ

প্রতিনিধি, জবি
প্রকাশ : ২০ অক্টোবর ২০২৫, ০৩: ১২

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থী ও ছাত্রদল নেতা মো. জুবায়েদ হোসেন হত্যার প্রতিবাদে আজ সোমবার দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।

গতকাল রোববার রাতে ছাত্রদলের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক বিবৃতিতে এ কর্মসূচির ঘোষণা দেওয়া হয়।

বিজ্ঞাপন

বিবৃতিতে জানানো হয়, সোমবার সারাদেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে। এ কর্মসূচির মাধ্যমে জুবায়েদ হত্যার বিচার ও হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হবে।

রাজধানীর পুরান ঢাকার আরমানিটোলার পানির পাম্প গলিতে শনিবার সন্ধ্যায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে নিহত হন জুবায়েদ হোসেন। তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের ১৫তম ব্যাচের শিক্ষার্থী এবং বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য ছিলেন।

বিবৃতিতে আরও বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির আজ এ কর্মসূচি ঘোষণা করেছেন।

এ বিষয়ে কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেন, এ হত্যাকাণ্ড পরিকল্পিত। আমরা অবিলম্বে হত্যাকারীদের শনাক্ত করে গ্রেপ্তারের দাবি জানিয়েছি। একই সঙ্গে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে, যাতে ভবিষ্যতে কোনো ছাত্রনেতা এভাবে হত্যার শিকার না হয়।

বিষয়:

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত