জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
এস এম তাওহীদ, জাবি
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় গঠিত তদন্ত কমিটি চার মাস পর অপূর্ণাঙ্গ রিপোর্ট জমা দিয়েছেন। অভিযুক্ত কাউকে কারণ দর্শানো নোটিশ না দিয়ে এবং তাদের শাস্তির সুপারিশ না করেই তদন্ত প্রতিবেদন জমা দিয়েছেন বলে নিশ্চিত করেছেন তদন্ত কমিটির এক সদস্য।
বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুসারে অভিযুক্তকে কারণ দর্শানো নোটিস ছাড়া সাময়িক বহিষ্কার চেয়ে বেশি শাস্তি দেওয়া যায় না। তাই আজ সোমবার অনুষ্ঠিতব্য সিন্ডিকেটে সাময়িক বহিষ্কার ছাড়া অন্য কোনো শাস্তি দিতে পারবে না বিশ্ববিদ্যালয় প্রশাসন।
তদন্ত কমিটি সূত্রে জানা যায়, তদন্ত কমিটি ভিডিও ফুটেজ দেখে ও আহত ও প্রত্যক্ষদর্শীদের সাক্ষাৎকার নিয়ে অপরাধীদের শনাক্ত করেছে। হামলায় অভিযুক্ত শিক্ষকদের সাক্ষাৎকার নেওয়া হলেও কোনো রকম কারণ দর্শানো নোটিস দেওয়া হয়নি এবং অভিযুক্ত শিক্ষার্থীদের কোনো রকম সাক্ষাৎকারও নেওয়া হয়নি। এমনকি কোনো শাস্তির সুপারিশ করা হয়নি। তদন্ত কমিটির অফিস আদেশ সূত্রে জানা যায়, তদন্ত কমিটিকে তদন্ত করে সুপারিশসহ প্রতিবেদন জমা দিতে বলা হয়েছিল।
কেন শাস্তির সুপারিশ করা হয়নি জানতে চাইলে তদন্ত কমিটির সদস্য সচিব রায়হান শরীফ বলেন, আমাদের কাজের পরিধি অনেক বেশি ছিল। শিক্ষার্থীদের পক্ষ থেকে দ্রুত রিপোর্ট জমা দেওয়ার একটা চাপ ছিল। তাই আমরা কারণ দর্শাতে পারিনি এবং শাস্তির সুপারিশ করতে পারিনি। আমরা কেবল অপরাধী শনাক্ত করেছি। বিধি অনুসরণ করে শাস্তির সুপারিশ করেছি।
‘জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রছাত্রীদের জন্য শৃঙ্খলাসংক্রান্ত অধ্যাদেশ ২০১৮’-এর ধারা ৭-এর ‘তদন্ত প্রক্রিয়া’ নামক অধ্যাদেশ থেকে জানা যায়, বিশ্ববিদ্যালয়ের কোনো শিক্ষার্থীর নামে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর বরাবর কোনো রকম অভিযোগ দায়ের হলে আনীত অভিযোগের আত্মপক্ষ সমর্থনের বক্তব্য প্রদানের জন্য ন্যূনতম সাতদিন সময় দিয়ে কারণ দর্শানো নোটিস প্রদান করতে হবে। আরো উল্লেখ আছে, তদন্ত কমিটি সুপারিশসহ তদন্ত প্রতিবেদন বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছে পাঠাবেন।
জানা যায়, গত ১৭ জানুয়ারি শিক্ষার্থীদের দাবির মুখে প্রাথমিক তদন্ত প্রতিবেদন জমা দেয় তদন্ত কমিটি। এরপর গত ২ ফেব্রুয়ারি চূড়ান্ত প্রতিবেদন জমা দেয়। তদন্ত কমিটি গঠনের সময় তদন্তকাজের জন্য প্রথমে ৩০ কর্মদিবস সময় বেঁধে দেয় প্রশাসন। এরপর শিক্ষার্থীদের দাবির মুখে তদন্তকাজের সময় কমিয়ে ১৫ কর্মদিবস নির্ধারণ করে প্রশাসন। তবে নির্ধারিত সময় শেষ হওয়ার পর তিন দফা সময় বাড়িয়ে নেয় তদন্ত কমিটি।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় গঠিত তদন্ত কমিটি চার মাস পর অপূর্ণাঙ্গ রিপোর্ট জমা দিয়েছেন। অভিযুক্ত কাউকে কারণ দর্শানো নোটিশ না দিয়ে এবং তাদের শাস্তির সুপারিশ না করেই তদন্ত প্রতিবেদন জমা দিয়েছেন বলে নিশ্চিত করেছেন তদন্ত কমিটির এক সদস্য।
বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুসারে অভিযুক্তকে কারণ দর্শানো নোটিস ছাড়া সাময়িক বহিষ্কার চেয়ে বেশি শাস্তি দেওয়া যায় না। তাই আজ সোমবার অনুষ্ঠিতব্য সিন্ডিকেটে সাময়িক বহিষ্কার ছাড়া অন্য কোনো শাস্তি দিতে পারবে না বিশ্ববিদ্যালয় প্রশাসন।
তদন্ত কমিটি সূত্রে জানা যায়, তদন্ত কমিটি ভিডিও ফুটেজ দেখে ও আহত ও প্রত্যক্ষদর্শীদের সাক্ষাৎকার নিয়ে অপরাধীদের শনাক্ত করেছে। হামলায় অভিযুক্ত শিক্ষকদের সাক্ষাৎকার নেওয়া হলেও কোনো রকম কারণ দর্শানো নোটিস দেওয়া হয়নি এবং অভিযুক্ত শিক্ষার্থীদের কোনো রকম সাক্ষাৎকারও নেওয়া হয়নি। এমনকি কোনো শাস্তির সুপারিশ করা হয়নি। তদন্ত কমিটির অফিস আদেশ সূত্রে জানা যায়, তদন্ত কমিটিকে তদন্ত করে সুপারিশসহ প্রতিবেদন জমা দিতে বলা হয়েছিল।
কেন শাস্তির সুপারিশ করা হয়নি জানতে চাইলে তদন্ত কমিটির সদস্য সচিব রায়হান শরীফ বলেন, আমাদের কাজের পরিধি অনেক বেশি ছিল। শিক্ষার্থীদের পক্ষ থেকে দ্রুত রিপোর্ট জমা দেওয়ার একটা চাপ ছিল। তাই আমরা কারণ দর্শাতে পারিনি এবং শাস্তির সুপারিশ করতে পারিনি। আমরা কেবল অপরাধী শনাক্ত করেছি। বিধি অনুসরণ করে শাস্তির সুপারিশ করেছি।
‘জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রছাত্রীদের জন্য শৃঙ্খলাসংক্রান্ত অধ্যাদেশ ২০১৮’-এর ধারা ৭-এর ‘তদন্ত প্রক্রিয়া’ নামক অধ্যাদেশ থেকে জানা যায়, বিশ্ববিদ্যালয়ের কোনো শিক্ষার্থীর নামে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর বরাবর কোনো রকম অভিযোগ দায়ের হলে আনীত অভিযোগের আত্মপক্ষ সমর্থনের বক্তব্য প্রদানের জন্য ন্যূনতম সাতদিন সময় দিয়ে কারণ দর্শানো নোটিস প্রদান করতে হবে। আরো উল্লেখ আছে, তদন্ত কমিটি সুপারিশসহ তদন্ত প্রতিবেদন বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছে পাঠাবেন।
জানা যায়, গত ১৭ জানুয়ারি শিক্ষার্থীদের দাবির মুখে প্রাথমিক তদন্ত প্রতিবেদন জমা দেয় তদন্ত কমিটি। এরপর গত ২ ফেব্রুয়ারি চূড়ান্ত প্রতিবেদন জমা দেয়। তদন্ত কমিটি গঠনের সময় তদন্তকাজের জন্য প্রথমে ৩০ কর্মদিবস সময় বেঁধে দেয় প্রশাসন। এরপর শিক্ষার্থীদের দাবির মুখে তদন্তকাজের সময় কমিয়ে ১৫ কর্মদিবস নির্ধারণ করে প্রশাসন। তবে নির্ধারিত সময় শেষ হওয়ার পর তিন দফা সময় বাড়িয়ে নেয় তদন্ত কমিটি।
আগামী বার্ষিক পরীক্ষার আগেই (৩০ নভেম্বরের মধ্যেই) ছুটির দিনে দেশের সব বেসরকারি স্কুল-কলেজ-মাদ্রাসায় জেলা প্রশাসকের তত্ত্বাবধানে ম্যানেজিং কমিটি/গভর্নিং বডির নির্বাচন দেয়ার জোর দাবি জানিয়েছে অভিভাবক ঐক্য ফোরাম।
৫ ঘণ্টা আগেরাকসু, হল ছাত্র সংসদ ও সিনেটে ছাত্র প্রতিনিধি নির্বাচন ২০২৫ এর ফলাফল আজ বুধবার আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়েছে। এদিন দুপুরে উপাচার্য প্রফেসর সালেহ্ হাসান নকীবের নিকট নির্বাচনের ফলাফলের গেজেট হস্তান্তর করেন প্রধান নির্বাচন কমিশনার প্রফেসর এফ নজরুল ইসলাম।
৭ ঘণ্টা আগেরাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ, হল সংসদ ও সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচিতদের গেজেট প্রকাশ করা হবে আজ। আগামী ২৬ অক্টোবর শপথগ্রহণ অনুষ্ঠিত হবে। রাকসু ও সিনেট প্রতিনিধিদের শপথ বাক্য পড়াবেন রাকুস সভাপতি
৯ ঘণ্টা আগেধর্ষণ ও নারী অবমাননার অভিযোগে এক শিক্ষার্থীর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা ও স্থায়ী বহিষ্কারের দাবিতে গতকাল মঙ্গলবার রাতে উত্তাল ছিল বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) ক্যাম্পাস। রাত ৯টা থেকে মধ্যরাত পর্যন্ত চলা এই বিক্ষোভে শত শত শিক্ষার্থী অংশ নেন। বিক্ষোভকারীদের দাবির মুখে রাতেই বিশ্ববিদ্যালয়
১৬ ঘণ্টা আগে