আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

জগন্নাথ বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা, প্রতি আসনের জন্য লড়ছেন ৮৫ জন

প্রতিনিধি, জবি

জগন্নাথ বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা, প্রতি আসনের জন্য লড়ছেন ৮৫ জন
ছবি: আমার দেশ।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) স্নাতক ও বিবিএ প্রথম বর্ষের ‘এ’ ইউনিটের (বিজ্ঞান ও লাইফ অ্যান্ড আর্থ সায়েন্স অনুষদ) ভর্তি পরীক্ষা হলো আজ। তবে ভুল কেন্দ্রে পরীক্ষা দিতে আসে ছয় পরীক্ষার্থী। জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রশাসন ওই শিক্ষার্থীদের পরীক্ষা বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে নেয়ার ব্যবস্থা করে।

শুক্রবার (২৬ ডিসেম্বর) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার কেন্দ্রে এই ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

‎বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে জানা যায়, পরীক্ষার্থীদের সুবিধার্থে এবার নিজস্ব ক্যাম্পাসের পাশাপাশি ঢাকা, কুমিল্লা, খুলনা ও রাজশাহী বিশ্ববিদ্যালয়সহ মোট ১২টি কেন্দ্রে এ পরীক্ষা আয়োজন করা হয়। তবুও কেন্দ্রসংক্রান্ত বিভ্রান্তির কারণে কয়েকজন পরীক্ষার্থী নির্ধারিত কেন্দ্রের পরিবর্তে অন্য কেন্দ্রে চলে যান।

‘এ’ ইউনিটে বিজ্ঞান ও লাইফ অ্যান্ড আর্থ সায়েন্স অনুষদের মোট ৮৬০টি আসনের বিপরীতে আবেদন করেছেন ৭২ হাজার ৪৭৪ জন শিক্ষার্থী। সে হিসাবে প্রতি আসনের জন্য লড়ছেন গড়ে প্রায় ৮৫ জন পরীক্ষার্থী। ‎

এদিকে, ‘সি’ ইউনিটে (বাণিজ্য অনুষদ) ৫২০টি আসনের বিপরীতে আবেদন করেছেন ২০ হাজার ৫৩৭ জন শিক্ষার্থী। ঢাকার ভেতরে মোট ৯টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়। কেন্দ্রগুলো হলো— জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়, ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি গার্লস স্কুল অ্যান্ড কলেজ, মোহাম্মদপুর সরকারি উচ্চ বিদ্যালয়, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, বাংলাবাজার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, ঢাকা কলেজিয়েট স্কুল, কে এল জুবিলি হাই স্কুল অ্যান্ড কলেজ এবং বিআইএএম মডেল হাই স্কুল অ্যান্ড কলেজ। এছাড়া রাজশাহী, কুমিল্লা ও খুলনা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসেও পরীক্ষা অনুষ্ঠিত হয়।

পরীক্ষার সার্বিক প্রস্তুতি সম্পর্কে জবির বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. পরিমল বালা বলেন, ‘ভর্তি পরীক্ষা আয়োজনের সব প্রস্তুতি নেয়া হয়েছিল। পরীক্ষার্থীদের ভোগান্তি কমাতে এবার ঢাকার বাইরে খুলনা, রাজশাহী ও কুমিল্লায় কেন্দ্র রাখা হয়েছে।’

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...