ঢাকা কলেজ রাষ্ট্রবিজ্ঞান অ্যাসোসিয়েশনের সভাপতি রাহাদ, সম্পাদক রাব্বিল

স্টাফ রিপোর্টার
প্রকাশ : ২৩ সেপ্টেম্বর ২০২৫, ০৪: ০০

ঢাকা কলেজ রাষ্ট্রবিজ্ঞান অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন রাহাদ মোল্লা ও সাধারণ সম্পাদক রাব্বিল হোসেন। সোমবার সকাল ১০ টা থেকে বিকাল ২টা পর্যন্ত ঢাকা কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে মোট ভোটারের ৫৫. ৪৫ শতাংশ ভোট দিয়েছেন।

সভাপতি রাহাদ মোল্লা (২০১৯-২০) শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তিনি ৫০ নম্বর ব্যালটে প্রতিদ্বন্দ্বিতা করে ১৮৫ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন সাইফুল ইসলাম সাইফ। সাধারণ সম্পাদক রাব্বিল হোসেন (২০২০-২১) শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তিনি ১৬ নম্বর ব্যালটে ১৫৯ ভোট পেয়ে সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন।

বিজ্ঞাপন

অন্যান্য সম্পাদক বৃন্দ, সাংগঠনিক সম্পাদক ফেরদাউস হোসেন,দপ্তর সম্পাদক মো. শাহীন মাহমুদ, অর্থ সম্পাদক মো. সাইফুল ইসলাম,প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. ইমতিয়াজ ইসলাম, ছাত্রকল্যাণ সম্পাদক আবু হুরায়রা, ক্যারিয়ার ডেভলপমেন্ট সম্পাদক এইচ এম মোস্তাফিজুর রহমান,শিক্ষা ও গবেষণা সম্পাদক মো. বায়েজিদ হোসাইন, সাংস্কৃতিক সম্পাদক মো. সুলতান, ক্রীড়া সম্পাদক মো. মেহেদী হাসান, সামাজিক ও স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মো. রাকিবুল হাসান এবং কার্যনির্বাহী সামিউল কাইফ নিবির।

নির্বাচনটির ১৩ পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন মোট ৩৪ জন। এর মধ্যে সভাপতি, সাধারণ সম্পাদক ও দপ্তর সম্পাদক পদে ৪ জন করে, অর্থ সম্পাদক পদে ৩, প্রচার ও প্রকাশনা সম্পাদকে ৪, ছাত্রকল্যাণ সম্পাদকে ২, ক্যারিয়ার ডেভলপমেন্ট সম্পাদকে ৩, শিক্ষা ও গবেষণা ও সাংস্কৃতিক সম্পাদক পদে ৩ জন , ক্রীড়া ও স্বাস্থ্য বিষয়ক সম্পাদকে ৪ এবং কার্যনির্বাহী সদস্য পদে ৮ জন প্রতিদ্বন্দ্বিতা করেছে।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত