• facebook
  • fb_group
  • twitter
  • tiktok
  • whatsapp
  • pinterest
  • youtube
  • linkedin
  • instagram
  • google
শনিবার, ১৫ নভেম্বর ২০২৫
সর্বশেষ
জাতীয়
রাজনীতি
বাণিজ্য
সারা দেশ
বিশ্ব
খেলা
আইন-আদালত
ধর্ম ও ইসলাম
বিনোদন
ফিচার
আমার দেশ পরিবার
ইপেপার
আমার দেশযোগাযোগশর্তাবলি ও নীতিমালাগোপনীয়তা নীতিডিএমসিএ
facebookfb_grouptwittertiktokwhatsapppinterestyoutubelinkedininstagramgoogle
স্বত্ব: ©️ আমার দেশ | সম্পাদক ও প্রকাশক, মাহমুদুর রহমান 
মাহমুদুর রহমান কর্তৃক ঢাকা ট্রেড সেন্টার (৮ম ফ্লোর), ৯৯, কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫ থেকে প্রকাশিত এবং আমার দেশ পাবলিকেশন লিমিটেড প্রেস, ৪৪৬/সি ও ৪৪৬/ডি, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে মুদ্রিত।
সম্পাদকীয় ও বাণিজ্য বিভাগ: ঢাকা ট্রেড সেন্টার, ৯৯, কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।ফোন: ০২-৫৫০১২২৫০। ই-মেইল: info@dailyamardesh.comবার্তা: ফোন: ০৯৬৬৬-৭৪৭৪০০। ই-মেইল: news@dailyamardesh.comবিজ্ঞাপন: ফোন: +৮৮০-১৭১৫-০২৫৪৩৪ । ই-মেইল: ad@dailyamardesh.comসার্কুলেশন: ফোন: +৮৮০-০১৮১৯-৮৭৮৬৮৭ । ই-মেইল: circulation@dailyamardesh.com
ওয়েব মেইল
কনভার্টারআর্কাইভবিজ্ঞাপনসাইটম্যাপ
> শিক্ষা

জবিতে উদীচীর কক্ষে গাঁজা সেবনের অভিযোগ

প্রতিনিধি, জবি
প্রকাশ : ১৫ নভেম্বর ২০২৫, ১২: ৩৮
logo
জবিতে উদীচীর কক্ষে গাঁজা সেবনের অভিযোগ

প্রতিনিধি, জবি

প্রকাশ : ১৫ নভেম্বর ২০২৫, ১২: ৩৮
সাংবাদিকদের সঙ্গে বাগবিতণ্ডায় জড়ান জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের শিক্ষার্থী মোস্তাকিন (ডান থেকে দ্বিতীয়)। ছবি : আমার দেশ

সাংস্কৃতিক সংগঠন উদীচীর জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখার কক্ষে নিয়মিত গাঁজা সেবনের অভিযোগ উঠেছে। গতকাল শুক্রবার রাতে অবকাশ ভবনের চতুর্থ তলায় গাঁজা সেবনের প্রতিবাদ করায় এক সাংবাদিককে হুমকি দেওয়া হয়েছে।

এ ঘটনায় নেতৃত্ব দেওয়ার অভিযোগ উঠেছে বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের ১৬ ব্যাচের মোস্তাকিন, সৌমিক, রুদ্র ও তাদের সহযোগীদের বিরুদ্ধে।

প্রত্যক্ষদর্শীরা জানান, অবকাশ ভবনের চতুর্থ তলায় প্রেসক্লাবের সদস্যদের প্রশিক্ষণ কর্মসূচি চলছিল। এ সময় উদীচীর কক্ষ থেকে গাজার গন্ধ পাওয়া গেলে কয়েকজন সাংবাদিক গন্ধের উৎস জানতে সেখানে যান।

তারা জানতে চান, উদীচীর কোনো দায়িত্বশীল ব্যক্তি উপস্থিত আছেন কি না, যার সঙ্গে কথা বলা যাবে। তখন নাট্যকলা বিভাগের ১৬ ব্যাচের শিক্ষার্থী শোভন দায়িত্বে আছেন বলে জানান। তখন সাংবাদিকরা বলেন, এখান থেকে গাজার গন্ধ আসছে। কাউকে আপনারা গাজা সেবন করতে দেখেছেন কি না।

নাগরিকদের জাপান সফর থেকে বিরত থাকতে বললো চীননাগরিকদের জাপান সফর থেকে বিরত থাকতে বললো চীন

তখন নাট্যকলা বিভাগের শোভন বলেন, অনেকেই সেখানে যাওয়া-আসা করছে। কে গাজা সেবন করেছে, তাকে দেখেননি। পরে সাংবাদিকরা উদীচীর জানালার পাশে সেবন করা গাজার ছাই দেখতে পান। সেখান থেকে গাজার গন্ধও ভেসে আসছিল।

পরে সাংবাদিকরা বলেন, ‘এখান থেকেই গাজার গন্ধ আসছিল। এখনও আছে। আপনাদের মধ্যে হয়তো কেউ হতে পারে। এগুলো এখানে করা ঠিক না। গাজার গন্ধে পাশের রুমগুলোতেও থাকা যায় না।’

প্রত্যক্ষদর্শীরা জানান, এ সময় উদীচীর কক্ষ থেকে নাট্যকলা বিভাগের ১৬ ব্যাচের শিক্ষার্থী মোস্তাকিন সাংবাদিকদের ওপর ক্ষুব্ধ হয়ে ওঠেন। তিনি উদীচীর দায়িত্বশীল কেউ কি না, জানতে চাইলে চিৎকার করে মোস্তাকিন বলেন, ‘আমিই উদীচীর দায়িত্বশীল। কী করার আছে, কর।’

তখন সাংবাদিকরা তাকে বলেন, ‘এখান থেকে গাজার গন্ধ আসছিল, আশপাশে থাকা যাচ্ছে না গন্ধে। আপনাদের প্রেসিডেন্ট-সেক্রেটারির সঙ্গে এ বিষয়ে কথা বলব।’

তখন মোস্তাকিন সবার উপস্থিতিতে সাংবাদিকদের দিকে তেড়ে এসে চিৎকার করে বলেন, ‘আমি গাজা খাই। ভিসি ভবনের সামনে চল, মাইকিং করে সবাইকে বলব আমি গাজা খাই।’

গ্রেপ্তার ও বিচার থেকে আজীবন দায়মুক্ত পাকিস্তানের সেনাপ্রধানগ্রেপ্তার ও বিচার থেকে আজীবন দায়মুক্ত পাকিস্তানের সেনাপ্রধান

পরে ঘটনাস্থলে উপস্থিত কয়েকজন সিনিয়র সাংবাদিক এগিয়ে এসে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করলে তাদের সঙ্গেও দুর্ব্যবহার করা হয়। এ সময় কক্ষে উপস্থিত দুই নারী শিক্ষার্থীও সাংবাদিকদের উদ্দেশে অশোভন অঙ্গভঙ্গি করেন। এ সময় নিজেদের উদীচীর সদস্য পরিচয় দিয়ে নাট্যকলা বিভাগের শিক্ষার্থী সৌমিক বোস, রুদ্র, মোস্তাকিনসহ আরো কয়েকজন সাংবাদিকদের হুমকি দেন।

উদীচীর বর্তমান কমিটির সাধারণ সম্পাদক আমরিন জাহান অপি বলেন, ‘এমন ঘটনা আগেও অনেক ঘটেছে। অনেককে আমি সামনের জায়গাটায় গাজা সেবন এবং অনৈতিক কাজ করতে দেখেছি। আমি নিষেধও করেছি। উদীচীর আগের কমিটির অনেকেই অফিসে বসেই এসব করতেন। আমরা দায়িত্ব নেওয়ার পর উদীচীর সদস্যদেরও বারবার এসব বিষয়ে নিষেধ করা হয়েছে। যারা দোষী তাদের বিরুদ্ধে প্রশাসন ব্যবস্থা নেবে। আমরাও এ বিষয়ে অভিযোগ দেব। এর আগেও আমরা প্রক্টর অফিসে অভিযোগ দিয়েছিলাম।’

এ বিষয়ে জানতে চাইলে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মুহাম্মদ তাজাম্মুল হক বলেন, ‘আমি ঘটনাটি শুনেছি। একজন সহকারী প্রক্টরকে সেখানে পাঠিয়েছিলাম। ঘটনাটি তদন্ত করে দ্রুতই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

সম্পাদক ও প্রকাশক : মাহমুদুর রহমান কর্তৃক প্রকাশিত এবং আল-ফালাহ প্রিন্টিং প্রেস, ৪২৩, এলিফেন্ট রোড, বড় মগবাজার, ঢাকা-১২১৭ থেকে এবং অস্থায়ীভাবে মিডিয়া প্রিন্টার্স লি. ৪৪৬/এইচ, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে মুদ্রিত। বার্তা, সম্পাদকীয় ও বাণিজ্য বিভাগ : ঢাকা ট্রেড সেন্টার, ৯৯, কাজী নজরুল ইসলাম এভিণিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫। পিএবিএক্স : ০২-৫৫০১২২৫০। ই-মেইল : info@dailyamardesh.com
সাংবাদিকদের সঙ্গে বাগবিতণ্ডায় জড়ান জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের শিক্ষার্থী মোস্তাকিন (ডান থেকে দ্বিতীয়)। ছবি : আমার দেশ

সাংস্কৃতিক সংগঠন উদীচীর জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখার কক্ষে নিয়মিত গাঁজা সেবনের অভিযোগ উঠেছে। গতকাল শুক্রবার রাতে অবকাশ ভবনের চতুর্থ তলায় গাঁজা সেবনের প্রতিবাদ করায় এক সাংবাদিককে হুমকি দেওয়া হয়েছে।

এ ঘটনায় নেতৃত্ব দেওয়ার অভিযোগ উঠেছে বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের ১৬ ব্যাচের মোস্তাকিন, সৌমিক, রুদ্র ও তাদের সহযোগীদের বিরুদ্ধে।

বিজ্ঞাপন

প্রত্যক্ষদর্শীরা জানান, অবকাশ ভবনের চতুর্থ তলায় প্রেসক্লাবের সদস্যদের প্রশিক্ষণ কর্মসূচি চলছিল। এ সময় উদীচীর কক্ষ থেকে গাজার গন্ধ পাওয়া গেলে কয়েকজন সাংবাদিক গন্ধের উৎস জানতে সেখানে যান।

তারা জানতে চান, উদীচীর কোনো দায়িত্বশীল ব্যক্তি উপস্থিত আছেন কি না, যার সঙ্গে কথা বলা যাবে। তখন নাট্যকলা বিভাগের ১৬ ব্যাচের শিক্ষার্থী শোভন দায়িত্বে আছেন বলে জানান। তখন সাংবাদিকরা বলেন, এখান থেকে গাজার গন্ধ আসছে। কাউকে আপনারা গাজা সেবন করতে দেখেছেন কি না।

নাগরিকদের জাপান সফর থেকে বিরত থাকতে বললো চীননাগরিকদের জাপান সফর থেকে বিরত থাকতে বললো চীন

তখন নাট্যকলা বিভাগের শোভন বলেন, অনেকেই সেখানে যাওয়া-আসা করছে। কে গাজা সেবন করেছে, তাকে দেখেননি। পরে সাংবাদিকরা উদীচীর জানালার পাশে সেবন করা গাজার ছাই দেখতে পান। সেখান থেকে গাজার গন্ধও ভেসে আসছিল।

পরে সাংবাদিকরা বলেন, ‘এখান থেকেই গাজার গন্ধ আসছিল। এখনও আছে। আপনাদের মধ্যে হয়তো কেউ হতে পারে। এগুলো এখানে করা ঠিক না। গাজার গন্ধে পাশের রুমগুলোতেও থাকা যায় না।’

প্রত্যক্ষদর্শীরা জানান, এ সময় উদীচীর কক্ষ থেকে নাট্যকলা বিভাগের ১৬ ব্যাচের শিক্ষার্থী মোস্তাকিন সাংবাদিকদের ওপর ক্ষুব্ধ হয়ে ওঠেন। তিনি উদীচীর দায়িত্বশীল কেউ কি না, জানতে চাইলে চিৎকার করে মোস্তাকিন বলেন, ‘আমিই উদীচীর দায়িত্বশীল। কী করার আছে, কর।’

তখন সাংবাদিকরা তাকে বলেন, ‘এখান থেকে গাজার গন্ধ আসছিল, আশপাশে থাকা যাচ্ছে না গন্ধে। আপনাদের প্রেসিডেন্ট-সেক্রেটারির সঙ্গে এ বিষয়ে কথা বলব।’

তখন মোস্তাকিন সবার উপস্থিতিতে সাংবাদিকদের দিকে তেড়ে এসে চিৎকার করে বলেন, ‘আমি গাজা খাই। ভিসি ভবনের সামনে চল, মাইকিং করে সবাইকে বলব আমি গাজা খাই।’

গ্রেপ্তার ও বিচার থেকে আজীবন দায়মুক্ত পাকিস্তানের সেনাপ্রধানগ্রেপ্তার ও বিচার থেকে আজীবন দায়মুক্ত পাকিস্তানের সেনাপ্রধান

পরে ঘটনাস্থলে উপস্থিত কয়েকজন সিনিয়র সাংবাদিক এগিয়ে এসে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করলে তাদের সঙ্গেও দুর্ব্যবহার করা হয়। এ সময় কক্ষে উপস্থিত দুই নারী শিক্ষার্থীও সাংবাদিকদের উদ্দেশে অশোভন অঙ্গভঙ্গি করেন। এ সময় নিজেদের উদীচীর সদস্য পরিচয় দিয়ে নাট্যকলা বিভাগের শিক্ষার্থী সৌমিক বোস, রুদ্র, মোস্তাকিনসহ আরো কয়েকজন সাংবাদিকদের হুমকি দেন।

উদীচীর বর্তমান কমিটির সাধারণ সম্পাদক আমরিন জাহান অপি বলেন, ‘এমন ঘটনা আগেও অনেক ঘটেছে। অনেককে আমি সামনের জায়গাটায় গাজা সেবন এবং অনৈতিক কাজ করতে দেখেছি। আমি নিষেধও করেছি। উদীচীর আগের কমিটির অনেকেই অফিসে বসেই এসব করতেন। আমরা দায়িত্ব নেওয়ার পর উদীচীর সদস্যদেরও বারবার এসব বিষয়ে নিষেধ করা হয়েছে। যারা দোষী তাদের বিরুদ্ধে প্রশাসন ব্যবস্থা নেবে। আমরাও এ বিষয়ে অভিযোগ দেব। এর আগেও আমরা প্রক্টর অফিসে অভিযোগ দিয়েছিলাম।’

এ বিষয়ে জানতে চাইলে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মুহাম্মদ তাজাম্মুল হক বলেন, ‘আমি ঘটনাটি শুনেছি। একজন সহকারী প্রক্টরকে সেখানে পাঠিয়েছিলাম। ঘটনাটি তদন্ত করে দ্রুতই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিষয়:

জগন্নাথ বিশ্ববিদ্যালয়আমার দেশউদীচী
সর্বশেষ
১

পুলিশ বক্সের সামনের সড়কে গাছ ফেলে ডাকাতি

২

তেহরানে বৃষ্টির জন্য ইসতিসকার নামাজ আদায়

৩

বুকার প্রাইজ ২০২৫ পেলেন ডেভিড সালাই

৪

পুলিশের অভিযানে ৯৫০ রাউন্ড কার্তুজসহ দুই যুবক গ্রেপ্তার

৫

হিরো আলম গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত

ড্যাফোডিলে রোবোটিক্স অ্যান্ড মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং প্রোগ্রাম চালু

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি প্রকৌশল অনুষদের অধীনে ডিপার্টমেন্ট অব রোবোটিক্স অ্যান্ড মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং (আরএমই) নামে নতুন বিভাগ চালু করেছে।

৪ ঘণ্টা আগে

কঠোর কর্মসূচিতে যাচ্ছেন শিক্ষা ক্যাডারের কর্তারা

শিক্ষা মন্ত্রণালয়ের ‘বিতর্কিত আদেশ’-এর কারণে সহকারী অধ্যাপক পদে পদোন্নতি পাচ্ছেন না শিক্ষা ক্যাডারের প্রায় আড়াই হাজার কর্মকর্তা। চাকরির এক যুগেও পদোন্নতি মেলেনি ৩২তম থেকে ৩৭তম ব্যাচের যোগ্য প্রভাষকদের।

৫ ঘণ্টা আগে

স্টুডেন্টস ওয়েলফেয়ার ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

রাজধানী ঢাকার বৃহৎ বেসরকারি বৃত্তি প্রকল্প দি স্টুডেন্টস ওয়েলফেয়ার ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষা ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ১০টায় রাজধানীর উত্তরার উত্তরা হাইস্কুল এন্ড কলেজ এবং বনানী বিদ্যানিকেতন স্কুল এন্ড কলেজে এ পরীক্ষা আয়োজন হয়।

১৬ ঘণ্টা আগে

নবীন শিক্ষার্থীদের বরণ করে নিল রাবি যশোর জেলা সমিতি

রাজশাহী বিশ্ববিদ্যালয়স্থ যশোর জেলা সমিতির (কপোতাক্ষ) নবীনবরণ ও প্রবীণবিদায় অনুষ্ঠিত হয়েছে। ২০২৪-২৫ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ করে নিতে এবং ২০১৯-২০ সেশনের প্রবীণদের বিদায় দিতে এ আয়োজন করা হয়।

১৭ ঘণ্টা আগে
জবিতে উদীচীর কক্ষে গাঁজা সেবনের অভিযোগ

জবিতে উদীচীর কক্ষে গাঁজা সেবনের অভিযোগ

ড্যাফোডিলে রোবোটিক্স অ্যান্ড মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং প্রোগ্রাম চালু

ড্যাফোডিলে রোবোটিক্স অ্যান্ড মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং প্রোগ্রাম চালু

কঠোর কর্মসূচিতে যাচ্ছেন শিক্ষা ক্যাডারের কর্তারা

কঠোর কর্মসূচিতে যাচ্ছেন শিক্ষা ক্যাডারের কর্তারা

স্টুডেন্টস ওয়েলফেয়ার ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

স্টুডেন্টস ওয়েলফেয়ার ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত