ঢাকা পলিটেকনিকে সাহেলা পারভিনকে অধ্যক্ষের দায়িত্ব প্রদান

স্টাফ রিপোর্টার
প্রকাশ : ১৭ এপ্রিল ২০২৫, ১০: ৪৪

আন্দোলনরত শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটে সাহেলা পারভীনকে আধ্যক্ষের দায়িত্ব প্রদান করা হয়েছে।

বিজ্ঞাপন

বুধবার রাতে শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের এক প্রজ্ঞাপন থেকে এ তথ্য জানা গেছে।

এতে সই করেছেন উপ-সচিব মোহাম্মদ মিজানুর রহমান তালুকদার।

একই প্রজ্ঞাপনে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষের দায়িত্ব থেকে মোহাম্মদ মোস্তাফিজুর রহমান খানকে সরিয়ে দেয়া হয়েছে। তাকে কারিগরি শিক্ষা অধিদপ্তরে সংযুক্ত করা হয়েছে।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত