আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

আরো এক কেন্দ্রের ফল ঘোষণা

সমান সমান ভোট পেলেন ছাত্রদল-শিবিরের ভিপি প্রার্থী

আমার দেশ অনলাইন

সমান সমান ভোট পেলেন ছাত্রদল-শিবিরের ভিপি প্রার্থী

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনে ৩৯টি কেন্দ্রের মধ্যে ১২টির ফল প্রকাশিত হয়েছে। সর্বশেষ ১২তম কেন্দ্রে ছাত্রশিবির-ছাত্র অধিকার ও ছাত্রদল সমর্থিত ভিপি প্রার্থী সমান সমান ভোট পেয়েছেন।

এর আগে ১১টি কেন্দ্রের ফলে ছাত্রশিবির সমর্থিত প্যানেলের ভিপি পদপ্রার্থী রিয়াজুল ইসলাম ১০৩১ ভোট পেয়েছিলেন। অন্যদিকে ছাত্রদলের প্রার্থী এ কে এম রাকিব ১১৪২ ভোট পেয়েছিলেন। ১২তম কেন্দ্রের দুজনের ফল সমান হওয়ায় ছাত্রশিবিরের রিয়াজুলের থেকে ছাত্রদলের রাকিব ১১১ ভোটে এগিয়ে আছেন।

বিজ্ঞাপন

১২তম কেন্দ্র জুলজি বিভাগ কেন্দ্রে শিবির সমর্থিত প্যানেল ‘অদম্য জবিয়ান ঐক্য’ এর ভিপি পদপ্রার্থী রিয়াজুল ইসলাম ১২৮ ভোট পেয়েছেন। রিয়াজুলের মোট ১১৫৯ ভোট পেয়েছেন।

অন্যদিকে ছাত্রদল ও ছাত্র অধিকার সমর্থিত ‘ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান’ প্যানেলের এ কে এম রাকিব পয়েছেন ১২৮ ভোট। এতে রাকিবের মোট ভোট দাঁড়াল ১২৭০ ভোট।

জিএস পদে শিবির সমর্থিত আবদুল আলিম আরিফ ১৫৪ ভোট পেয়েছেন। অন্যদিকে ছাত্রদল ও ছাত্র অধিকার সমর্থিত প্যানেলের খাদিজাতুল কুবরা ৬৮ ভোট পেয়েছেন।

এজিএস পদে মাসুদ রানা (শিবির) ১৩১ ভোট পেয়েছেন । অন্যদিকে ছাত্রদল ও ছাত্র অধিকার সমর্থিত প্যানেল 'ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান' এর বিএম আতিকুর রহমান তানজিল ১০৮ ভোট পেয়েছেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন