দেশের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা এমপিওভুক্তির আদেশ শিগগিরই জারি হচ্ছে। এরইমধ্যে প্রধান উপদেষ্টার কাছে এটির সারসংক্ষেপ চলে গেছে। বৃহস্পতিবার অথবা পরবর্তী সপ্তাহে তার স্বাক্ষর হতে পারে। শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব ড. খ ম কবিরুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।
বুধবার বিকেলে সচিবালয়ে বিভাগের সভাকক্ষে শিক্ষা বিটের সাংবাদিকদের সংগঠন এডুকেশন রিপোর্টার্স অ্যাসোসিয়েশন, বাংলাদেশ (ইরাব)-এর নেতাদের সঙ্গে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।
মতবিনিময় সভায় ইরাবের সভাপতি ফারুক হোসাইন, সাধারণ সম্পাদক সোলাইমান সালমান, সাবেক সভাপতি সাব্বির নেওয়াজ, শরীফুল আলম সুমন, মীর মোহাম্মদ জসিমসহ সংগঠনটির নেতারা উপস্থিত ছিলেন। এছাড়া বিভাগের অতিরিক্ত সচিব ও অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সচিব বলেন, মাদ্রাসাগুলোতে আমরা এমপিওভুক্ত দিতে চাই। বিশেষ করে যেসব প্রতিষ্ঠান ২০০৬ সালের পূর্বে স্বীকৃতিপ্রাপ্ত কিন্তু আগের সরকার বৈষম্যমূলকভাবে তাদের এমপিও দেয়নি, সেগুলোকে প্রাধান্য দেয়া হবে। এই অর্থবছরে আশা করি, এটা সম্ভব হবে। ২০২২ সালের পর থেকে নতুন করে কোনো প্রতিষ্ঠান এমপিওভুক্ত হয়নি।
সচিব ড. খ ম কবিরুল ইসলামের চাকরির মেয়াদ শেষ হচ্ছে বৃহস্পতিবার। এই পদে তার ৮ মাসে বাস্তবায়ন এবং বাস্তবায়নাধীন বিভিন্ন কার্যক্রম তুলে ধরেন তিনি। সচিব বলেন, অ্যাসেট প্রকল্পের আওতায় গাজীপুর জেলার সদর উপজেলায় সিঙ্গাপুরের নানিয়াং পলিটেকনিকের আদলে একটি মডেল পলিটেকনিক ইনস্টিটিউট স্থাপনের লক্ষ্যে ১৪.৪৯ একর ভূমি অধিগ্রহণের প্রস্তাব কেন্দ্রীয় ভূমি বরাদ্দ কমিটিতে অনুমোদন হয়েছে।
"স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসাসমূহের সক্ষমতা সম্প্রসারণ” শীর্ষক একটি প্রকল্প গ্রহণ করা হয়েছে যা ২০২৫-২৬ অর্থবছরে উন্নয়ন বাজেট কর্মসূচিতে অন্তর্ভুক্ত করা হয়েছে। ২০০০ মাদ্রাসার শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে "মাদ্রাসা শিক্ষার মানোন্নয়ন" শীর্ষক একটি প্রকল্প গ্রহণ করা হয়েছে এবং প্রকল্পটি ২০২৫-২৬ অর্থবছরের উন্নয়ন বাজেট কর্মসূচিতে সবুজ পাতায় অন্তর্ভুক্ত করা হয়েছে। বেসরকারি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান জনবল কাঠামো ও এমপিও নীতিমালা-২০২৫ [ভোকেশনাল, ব্যবসায় ব্যবস্থাপনা টেকনোলজি (বিএমটি) ও ডিপ্লোমা) প্রণয়ন করা হয়েছে ইত্যাদি।
এ সময় কারিগরি ও মাদ্রাসা সচিব বলেন, শিক্ষায় মেরামতের মত কাজ করা হচ্ছে। শিক্ষা এমনভাবে শেষ হয়ে গেছে, এটা মেরামত করে হবে না, ব্যাপক পরিবর্তন করতে হবে।

