আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

কারিগরি শিক্ষার্থীদের ছয় দফা দাবি

মঙ্গলবার থেকে দেশব্যাপী সকল পলিটেকনিকে শাট ডাউন

স্টাফ রিপোর্টার
মঙ্গলবার থেকে দেশব্যাপী সকল পলিটেকনিকে শাট ডাউন

ছয় দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে রূপরেখা প্রণয়ন না করা পর্যন্ত আগামীকাল ২৯ এপ্রিল মঙ্গলবার থেকে সারা বাংলাদেশের সকল পলিটেকনিক ইনস্টিটিউট একযোগে শাট ডাউন কর্মসূচি পালন করবে আন্দোলনরত কারিগরি শিক্ষার্থীরা। আন্দোলনকারীরা বলছেন ‘ছয় দফা না হয় মৃত্যু’

বিজ্ঞাপন

সোমবার রাতে কারিগরি ছাত্র আন্দোলন, বাংলাদেশ এর দপ্তর সম্পাদক (অস্থায়ী) সাব্বির আহমেদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কর্মসূচির কথা জানানো হয়।

পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী সোমবার সারাদেশের সকল পলিটেকনিক ইনস্টিটিউটে একযোগে প্রতিবাদী গণমিছিল করেছে আন্দোলনরত কারিগরি শিক্ষার্থীরা। ২০২১ সালের বিতর্কিত নিয়োগপ্রাপ্ত ক্রাফট ইন্সট্রাকটরদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্যে সকল পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা নিজ নিজ জেলার ইন্সটিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডইবি)’র কাছে অভিযোগ জমা দেওয়া হয়। এর আগে রোববার ঢাকাসহ সারা দেশের সব পলিটেকনিক ইনস্টিটিউটে বিক্ষোভ কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা।

ছয় দফা দাবি আদায়ে গত বছরের ৯ সেপ্টেম্বর থেকে আন্দোলন করে আসছেন কারিগরি শিক্ষার্থীরা। প্রথম দিকে তারা স্মারকলিপি প্রদান ও মানববন্ধন কর্মসূচি করেছেন। পরে ক্লাস-পরীক্ষা বর্জন করেও দাবি আদায় না হওয়ায় গত ১৬ এপ্রিল রাজধানীর তেজগাঁওয়ে সাতরাস্তা মোড় অবরোধ করেন। এতে রাজধানীতে ব্যাপক যানজট শুরু হয়। একই দিনে সারা দেশে অবরোধ কর্মসূচি করেন শিক্ষার্থীরা। কুমিল্লায় শিক্ষার্থীদের অবরোধে হামলা হয়।

১৭ এপ্রিল তারা সারা দেশে রেলপথ ব্লকেড কর্মসূচি ঘোষণা করেছিলেন পলিটেকনিকের শিক্ষার্থীরা। পরে মন্ত্রণালয়ের সাথে মিটিং এর কারণে কর্মসূচি শিথিল করে আলোচনায় বসেন শিক্ষার্থীরা। সেই আলোচনা ফলপ্রসূ না হওয়ায় ধারাবাহিক কর্মসূচি করে আসছেন তারা। পরদিন ১৮ এপ্রিল শুক্রবার মাথায় কাফনের কাপড় বেঁধে বিক্ষোভ করেন তারা। ১৯ এপ্রিল পৌনে ১২ টার দিকে ‘রাইজ ইন রেড’ কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। ২০ এপ্রিল আগারগাঁওয়ের নতুন সড়কে মহিলা পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে ঢাকার জেলা সমাবেশ করেন আন্দোলনকারীরা।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন