জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষাক্রম যুগোপযোগী করার উদ্যোগ

স্টাফ রিপোর্টার
প্রকাশ : ২৮ সেপ্টেম্বর ২০২৫, ১৯: ১০

বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলা ও কর্মক্ষেত্রে অন্যান্যদের সঙ্গে জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রতিযোগিতায় টিকে থাকার সক্ষমতা অর্জনের উপযোগী শিক্ষাক্রম প্রণয়নে উদ্যোগ গ্রহণ করেছে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

এর অংশ হিসেবে ‘আউটকাম-বেজড এডুকেশন সিস্টেম টু ডেভলপ কারিকুলাম ফর আন্ডারগ্রাজুয়েট অ্যান্ড পোস্টগ্রাজুয়েট প্রোগ্রাম অব দ্য ন্যাশনাল ইউনিভার্সিটি, বাংলাদেশ’ শীর্ষক কর্মশালা আয়োজন করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি)।

বিজ্ঞাপন

তিন দিনব্যাপী এ কর্মশালায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের সব অনুষদের শিক্ষকরা অংশ নিচ্ছেন। এই কর্মশালায় বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের পরিচালক (কিউএ এন্ড এনকিউএফ) মোহাম্মদ তাজিব উদ্দিন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব এডুকেশন এন্ড রিসার্চের অধ্যাপক ড. এস এম হাফিজুর রহমান রিসোর্স পারসন হিসেবে প্রশিক্ষণ প্রদান করবেন।

রোববার বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে প্রধান অতিথি হিসেবে কর্মশালার উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ। আইকিউএসি বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক ড. মোহাম্মদ আব্দুর রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপ-উপাচার্য অধ্যাপক মো. লুৎফর রহমান ও অধ্যাপক ড. মো. নূরুল ইসলাম এবং ট্রেজারার অধ্যাপক ড. এ টি এম জাফরুল আযম।

অধ্যাপক আমানুল্লাহ বলেন, শুধু প্রশাসনিক কার্যক্রম এর মধ্যে সীমাবদ্ধ না থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়কে প্রকৃত বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের নানা উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এর মধ্যে অন্যতম যুগোপযোগী ও মানসম্মত কারিকুলাম প্রণয়ন। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজ ও অন ক্যাম্পাস উভয় ক্ষেত্রের কারিকুলাম তৈরিতে এ কর্মশালাকে গুরুত্ব দিতে শিক্ষকদের পরামর্শ দেন তিনি।

সাম্প্রতিক যুক্তরাষ্ট্র সফরের তথ্যচিত্র প্রদর্শন করে অধ্যাপক আমানুল্লাহ বলেন, যুক্তরাষ্ট্রের কানেকটিকাট রাজ্যের নিউ হ্যাভেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জাতীয় বিশ্ববিদ্যালয়ে ফরেন্সিক সায়েন্স ইনস্টিটিউট গড়ে তুলতে সহায়তা করবে। এছাড়া জাতীয় বিশ্ববিদ্যালয়ের কোনো শিক্ষার্থী চাইলে অনার্সের চতুর্থ বছর নিউ হ্যাভেন পড়তে পারবে। সেক্ষেত্রে ওই শিক্ষার্থী নিউ হ্যাভেন বিশ্ববিদ্যালয়ের সার্টিফিকেট পাবে।

তিনি জানান, যুক্তরাষ্ট্র সিটি ইউনিভার্সিটি অফ নিউইয়র্ক (কিউনি) জলবায়ু পরিবর্তন, আবর্জনা ব্যবস্থাপনা, স্বাস্থ্যসেবা ও আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে কাজ করার আগ্রহ প্রকাশ করেছে। এছাড়া জনস হপকিন্স বাল্টিমোর স্কুল অব পাবলিক হেলথ এমপিএইচ সিলেবাস রিভিউ করতে সহায়তা করবে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের এসব সুযোগ গ্রহণ করার পরামর্শ দেন অধ্যাপক আমানুল্লাহ।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত