প্রতিনিধি, জবি
পুরান ঢাকার আরমানিটোলায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক সদস্য জুবায়েদ হোসেন হত্যাকাণ্ডের ঘটনায় সুষ্ঠু তদন্ত ও বিচার নিশ্চিতের দাবি জানিয়েছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা।
গতকাল রোববার সন্ধ্যার দিকে আরমানিটোলার একটি বাসার সিঁড়ি থেকে জুবায়েদের মরদেহ উদ্ধার করে পুলিশ। তিনি বিশ্ববিদ্যালয়ের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। স্থানীয় সূত্র জানায়, টিউশনি পড়াতে যাওয়ার সময় অজ্ঞাত দুর্বৃত্তরা তাকে কুপিয়ে হত্যা করে।
এদিন মধ্যরাতে এক যৌথ বিবৃতিতে জবি সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সভাপতি ইভান তাহসিব ও সাধারণ সম্পাদক শামসুল আলম মারুফ বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রশাসন শিক্ষার্থীদের জীবনের নিরাপত্তা ও নিশ্চয়তার জন্য বরাবরই ব্যর্থতার পরিচয় দিয়েছে। পুরান ঢাকায় শিক্ষার্থীদের অনিরাপদ ও অনিশ্চিত জীবন এখন নিত্যনৈমিত্তিক ঘটনায় পরিণত হয়েছে।
তারা আরও বলেন, বিশ্ববিদ্যালয়ের আবাসন সংকটের কারণে শিক্ষার্থীদের বিভিন্ন মেসে থেকে টিউশনি করে জীবিকা নির্বাহ করতে হয়। অতীতেও আমরা দেখেছি, এসব মেস ও টিউশনকেন্দ্রিক নানা হামলার শিকার হয়েছেন শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয় প্রশাসন ও রাষ্ট্র শিক্ষার্থী এবং সাধারণ মানুষের নিরাপত্তা দিতে চরমভাবে ব্যর্থ হয়েছে।
বিবৃতিতে তারা উল্লেখ করেন, ৫ আগস্ট পরবর্তী সময়ে তোফাজ্জল, সাম্যসহ অনেক শিক্ষার্থী হত্যার শিকার হলেও বিচার হয়নি। বিচারহীনতার এই সংস্কৃতির ধারাবাহিকতায় আজ জুবায়েদের মৃত্যু ঘটেছে।
সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের নেতৃবৃন্দ অবিলম্বে হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। পাশাপাশি শিক্ষার্থীসহ সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন ও সরকারের প্রতি আহ্বান জানান।
বিবৃতিতে আরও বলা হয়, প্রশাসন ও সরকারের গাফিলতির বিরুদ্ধে শিক্ষার্থী, শিক্ষক ও নাগরিক সমাজকে ঐক্যবদ্ধ হতে হবে। জুবায়েদ হত্যার বিচারের দাবিতে সবাইকে একত্রিত আন্দোলন গড়ে তুলতে হবে।
পুরান ঢাকার আরমানিটোলায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক সদস্য জুবায়েদ হোসেন হত্যাকাণ্ডের ঘটনায় সুষ্ঠু তদন্ত ও বিচার নিশ্চিতের দাবি জানিয়েছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা।
গতকাল রোববার সন্ধ্যার দিকে আরমানিটোলার একটি বাসার সিঁড়ি থেকে জুবায়েদের মরদেহ উদ্ধার করে পুলিশ। তিনি বিশ্ববিদ্যালয়ের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। স্থানীয় সূত্র জানায়, টিউশনি পড়াতে যাওয়ার সময় অজ্ঞাত দুর্বৃত্তরা তাকে কুপিয়ে হত্যা করে।
এদিন মধ্যরাতে এক যৌথ বিবৃতিতে জবি সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সভাপতি ইভান তাহসিব ও সাধারণ সম্পাদক শামসুল আলম মারুফ বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রশাসন শিক্ষার্থীদের জীবনের নিরাপত্তা ও নিশ্চয়তার জন্য বরাবরই ব্যর্থতার পরিচয় দিয়েছে। পুরান ঢাকায় শিক্ষার্থীদের অনিরাপদ ও অনিশ্চিত জীবন এখন নিত্যনৈমিত্তিক ঘটনায় পরিণত হয়েছে।
তারা আরও বলেন, বিশ্ববিদ্যালয়ের আবাসন সংকটের কারণে শিক্ষার্থীদের বিভিন্ন মেসে থেকে টিউশনি করে জীবিকা নির্বাহ করতে হয়। অতীতেও আমরা দেখেছি, এসব মেস ও টিউশনকেন্দ্রিক নানা হামলার শিকার হয়েছেন শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয় প্রশাসন ও রাষ্ট্র শিক্ষার্থী এবং সাধারণ মানুষের নিরাপত্তা দিতে চরমভাবে ব্যর্থ হয়েছে।
বিবৃতিতে তারা উল্লেখ করেন, ৫ আগস্ট পরবর্তী সময়ে তোফাজ্জল, সাম্যসহ অনেক শিক্ষার্থী হত্যার শিকার হলেও বিচার হয়নি। বিচারহীনতার এই সংস্কৃতির ধারাবাহিকতায় আজ জুবায়েদের মৃত্যু ঘটেছে।
সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের নেতৃবৃন্দ অবিলম্বে হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। পাশাপাশি শিক্ষার্থীসহ সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন ও সরকারের প্রতি আহ্বান জানান।
বিবৃতিতে আরও বলা হয়, প্রশাসন ও সরকারের গাফিলতির বিরুদ্ধে শিক্ষার্থী, শিক্ষক ও নাগরিক সমাজকে ঐক্যবদ্ধ হতে হবে। জুবায়েদ হত্যার বিচারের দাবিতে সবাইকে একত্রিত আন্দোলন গড়ে তুলতে হবে।
ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির চেয়ারম্যান ও বাংলাদেশ বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতির চেয়ারম্যান ড. মো. সবুর খান বলেছেন, আমাদের সমাজে ঐক্যের বড় অভাব। ঐক্যের অভাবে আমাদের সমাজ ও রাষ্ট্র এগুতে পারছে না।
৯ ঘণ্টা আগেচট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে জুলাই গণঅভ্যুত্থানের শহিদ মীর মুগ্ধের নামে দুটি সুপেয় পানির ফিল্টারের স্থাপন করেছে ছাত্রশিবির। মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের শহিদ মিনারে একটির উদ্বোধন করেন শাখা ছাত্রশিবির সভাপতি মোহাম্মদ আলী।
৯ ঘণ্টা আগেজাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের আইন ও বিচার বিভাগে কর্মরত সহকারী রেজিস্ট্রার ও সাবেক ছাত্রলীগ নেতা মো. আবু বকর সিদ্দিক ছুটি না নিয়েই দীর্ঘদিন ধরেই কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন।
১১ ঘণ্টা আগেবৈষম্যমূলক নিয়োগ বিজ্ঞপ্তি সংশোধন, ইন্টার্নশিপ ভাতা চালু এবং বিসিএস পরীক্ষায় চিকিৎসা মনোবিজ্ঞানের টেকনিক্যাল ক্যাডার সংযোজনের দাবিতে কমপ্লিট শাটডাউন কর্মসূচির ঘোষণা করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) চিকিৎসা মনোবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা।
১২ ঘণ্টা আগে