ক্যামেরার চোখে মানুষের জীবন দেখাচ্ছে ‘সাউপিএস’

প্রতিনিধি, শেকৃবি
প্রকাশ : ২৮ জুন ২০২৫, ১২: ৫৪

রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে (শেকৃবি) তিন দিনব্যাপী জাতীয় আলোকচিত্র প্রতিযোগিতা ও প্রদর্শনী শুরু হয়েছে। প্রদর্শনীর দ্বিতীয় দিনেও দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে আসা শিক্ষার্থীদের মিলনমেলায় পরিনত হয়েছে শেকৃবি ছাত্র-শিক্ষক কেন্দ্র। বিশ্ববিদ্যালয়ের ফটোগ্রাফিক সোসাইটির (SAUPS) আয়োজনে ২৬ জুন থেকে শুরু হওয়া এই জাতীয় প্রদর্শনী চলবে ২৮ জুন শনিবার পর্যন্ত।

বিজ্ঞাপন

‘Life Through The Lens II’ শীর্ষক এই প্রদর্শনীতে দেশের বিভিন্ন জেলা থেকে আগ্রহপ্রকাশকারী তরুণ ও প্রতিভাবান আলোকচিত্রীদের ক্যামেরাবন্দি মুহূর্ত, গল্প ও সৃজনশীল কাজ স্থান পেয়েছে। প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য সারাদেশ থেকে ৩৮০৪ টি ছবি জমা পড়ে। সেখানে থেকে নির্বাচিত শতাধিক সেরা আলোকচিত্র এবং ৫ টি ফটোস্টোরি প্রদর্শনীতে স্থান পায়।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছাত্র কেন্দ্র যেন এখন দর্শনার্থীদের মিলনমেলা। প্রতিযোগিতায় রয়েছে সিংগেল ফটো (উন্মুক্ত বিষয়বস্তুর ছবি), ফটো স্টোরি (গল্পভিত্তিক ছবি), কৃষি ও প্রকৃতি এবং জুলাই কর্নার প্রদর্শনী। সকল দর্শনার্থীর জন্য উন্মুক্ত এবং বিনামূল্যে প্রবেশযোগ্য এই প্রদর্শনী প্রতিদিন বিকেল ৪ টা থেকে রাত ৮ টা অবধি চালু থাকবে।

শেকৃবি ফটোগ্রাফিক সোসাইটির সভাপতি মো. সাজ্জাদ কবীর বলেন, এবারের ন্যাশনাল ফটোগ্রাফি কম্পিটিশন এবং এক্সিবিশনটি অনলাইন এবং অফলাইনে ব্যাপক সাড়া ফেলেছে। যার ফলে বহু তরুণ শিক্ষার্থী এবং ফটোগ্রাফাররা চিনছে এবং জানছে আমাদের বিশ্ববিদ্যালয়কে। আমাদের ক্লাব মেম্বারদের নিরলস পরিশ্রমের ফলাফল আজকের এই ন্যাশনাল ইভেন্ট, আমরা আগামীতেও এর চেয়ে বড় ইভেন্ট আয়োজনের আশাবাদী।

জাতীয়ভাবে আয়োজিত এই প্রদর্শনীর সফলতা কামনা করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আব্দুল লতিফ। এসময় তিনি পুরো প্রদর্শনী ঘুরে ঘুরে দেখেন।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত